হায়দরাবাদ, 18 ডিসেম্বর: খাদান মুক্তির জন্য হল পাচ্ছেন না অভিনেতা-সাংসদ দেব ৷ 20 তারিখ মুক্তির অপেক্ষায় খাদান ৷ সেই মতো দুদিন আগে থেকেই ছবির অ্যাডভান্স বুকিং খুলে যায় ৷ কিন্তু এখনও পর্যন্ত খাদান ছবির শো পাওয়ার জন্য লড়াই করতে হচ্ছে অভিনেতাকে ৷ বুধবার সোশাল মিডিয়ায় দুঃখের সঙ্গে এই খবর জানান দেব ৷ তিনি লেখেন, "আমার শ্রোতাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ টিকিটের অগ্রিম বুকিং এখনও খোলা হয়নি।"
এরপর অভিনেতা লেখেন, "আমাকে বিশ্বাস করো আমি এখনো চেষ্টা করছি এবং লড়াই করছি খাদানের জন্য শো পাওয়ার জন্য এবং অ্যাডভান্স বুকিং খোলার জন্য। কিন্তু বাংলায় অন্য ভাষার ছবি ডিস্ট্রিবিউশনের কারণে খাদান শো পাচ্ছে না। সত্যিই দুঃখিত, দয়া করে ধৈর্য ধরুন। আমি চেষ্টা বন্ধ করবো না।"
আসলে চলতি সপ্তাহের শুক্রবার বিনোদন দুনিয়ায় ভূমিকম্প আসতে চলেছে ৷ 20 তারিখ একসঙ্গে মুক্তি পেতে চলেছে একাধিক বড় বাজেটের সিনেমা ৷ একদিকে যেমন মুফাসা : দ্য লায়ন কিং মুক্তি পাচ্ছে তেমনই একই দিনে আসছে বাংলার চারটে সিনেমা ৷ মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান ৷ মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী, অনুসূয়া মজুমদার অভিনীত ছবির স্পেশাল প্রিমিয়ার হয়ে গিয়েছে মঙ্গলবার ৷ সকলেই এই ছবি দেখে ইতিমধ্যেই প্রশংসায় ভরিয়েছে নেটপাড়া ৷
অন্যদিকে, একই দিনে মুক্তি পাচ্ছে মানসী সিনহা পরিচালিত '5 নং স্বপ্নময় লেন' ৷ প্রতীম ডি দাশগুপ্ত পরিচালিত 'চালচিত্র' ৷ এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে দেখা গিয়েছে সবথেকে বেশি হল পেয়েছে 'মুফাসা: দ্য লায়ন কিং' ৷ অন্যদিকে 'পুষ্পা 2' ঝড়কেও দূরে রাখা যাবে না ৷ কারণ 5 ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবি এখনও হলে লোক টানছে ৷ অন্যদিকে 25 ডিসেম্বর মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ানের 'বেবি জন' ৷ সবমিলিয়ে বড়দিনের সপ্তাহে একদিকে চারটে বাংলা সিনেমা অন্যদিকে হিন্দি সিনেমার চাপ, বক্সঅফিসে কে উঠে দাঁড়াবে আর কে মুখ থুবড়ে পরবে তা বোঝা যাবে আগামী দিনেই ৷