হায়দরাবাদ, 7 ডিসেম্বর:মেয়ে দুয়ার জন্মের পর মুক্তি পায় সিংঘম এগেইন ৷ তখনও ছবির প্রোমোশনে সামনে আসেননি দীপিকা পাড়ুকোন ৷ এবার তাঁকে দেখা গেল লাখো দর্শকদের মাঝে ৷ প্রথমবার লাইট, ক্যামেরা, অ্যাকশনের থেকে দূরে গিয়ে অন্যরকম মুডে ধরা দিলেন অভিনেত্রী ৷
শুক্রবার বেঙ্গালুরুতে ছিল দিলজিৎ দোসাঞ্জের মিউজিক্যাল কনসার্ট ৷ মা হওয়ার পর লাইম লাইট থেকে দূরে থাকা দীপিকাকে প্রথমবার দেখা গেল এই অনুষ্ঠানে ৷ অভিনেত্রী ও দিলজিতের মজাদার ভিডিয়ো এখন ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ার পাতায় ৷ এদিন দিলজিৎ-এর অনুষ্ঠানে ভিড়ের মধ্যেই নজর কাড়েন দীপিকা ৷ অভিনেত্রীকে দেখে মঞ্চে ডাকেন পাঞ্জাবি গায়ক ৷
শুধু তাই নয়, দর্শকদের উদ্দেশ্যে দীপিকা নিয়ে শাউট-আউট করতে থাকেন দিলজিৎ ৷ তিনি বলেন, "আমরা তাঁকে সিনেমার পর্দায় দেখেছি ৷ খুব সুন্দর ৷ তিনি নিজের দক্ষতায় বলিউডে জায়গা তৈরি করেছেন ৷ তাঁকে নিয়ে আমরা সকলেই গর্বিত ৷" দুই তারকার ভাইরাল সেই ভিডিয়ো সামনে আসা মাত্রই নজর কেড়েছে অনুরাগীদের ৷
ম্যাজিক কিন্তু এখানেই শেষ নয় ৷ অনুষ্ঠানেই দীপিকা দিলজিৎ-কে কন্নড় ভাষা শেখানোর চেষ্টা করতে থাকেন ৷ যদিও সেই অনুরোধ করেন খোদ পাঞ্জাবি গায়কই ৷ দিলজিৎ এদিন দীপিকার উদ্দেশ্যে বলেন তাঁর মাতৃ ভাষা অর্থাৎ কন্নড় ভাষায় 'আই লাভ ইউ' শেখানোর জন্য ৷ এরপর দীপিকা হেসে বলেন, "নানু নিনিগে প্রিতিসতিনি ৷" বলার অপেক্ষা রাখে না, এই মুহূর্তগুলোই দামি হয়ে ওঠে উপস্থিত দর্শকদের কাছে ৷ পাশাপাশি, সোশাল মিডিয়ায় ভিডিয়োর আনন্দ নিতে থাকেন সকলে ৷
এদিন স্পটলাইটের বেশিরভাগটা যেন কেড়ে নেন দীপিকা ৷ কন্নড় শেখানোর পাশাপাশি, দীপিকা দিলজিতের সঙ্গে হিট গান লাভার গানে পারফর্ম্যান্সও করেন ৷ কারণ 2021 সালে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, এই গান তাঁর ভীষণ পছন্দের ৷
প্রসঙ্গত, দীপিকা ও রণবীর সিং মেয়ে দুয়াকে এই মুহূর্তে সকলের সামনে আনতে চান না ৷ তাঁরা শুধুমাত্র মেয়ের নাম ও পায়ের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ আপাতত মাতৃত্বযাপনে ব্যস্ত মাস্তানি অভিনেত্রী ৷ অন্যদিকে, বেঙ্গালুরুর পর দিলজিতের দিল-লুমিনাতি ট্যুর 8 ডিসেম্বর আছে ইন্দোরে, চণ্ডীগড়ে আছে 14 ডিসেম্বর ও গুয়াহাটিতে আছে 29 ডিসেম্বর ৷