পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সন্তান পালনে ঐশ্বর্য-অনুষ্কা আইডল! কী ভাবছেন দীপিকা? - Deepika Padukones parenting - DEEPIKA PADUKONES PARENTING

Deepika Padekone Take Break from Film: সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন ৷ খুশির হাওয়া বইছে রণবীর সিং-দীপিকার জীবনে ৷ এর মধ্যেই নিজের ফিল্মি কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা ৷ প্রশ্ন উঠেছে, তাহলে কী অভিনয় জীবন থেকে বিরতি নিচ্ছেন 'মস্তানি' অভিনেত্রী?

Deepika Padekone Take Break from Film
সন্তান পালনের ক্ষেত্রে দীপিকা মানতে চলেছেন বেশ কিছু নিয়ম (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 14, 2024, 7:36 PM IST

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: মা হওয়ার পরেই কেরিয়ারকে টাটা বাইবাই করতে চলেছেন দীপিকা পাড়ুকোন? নাকি কাজল বা অনুষ্কা শর্মার মতো দীর্ঘ বিরতি নেবেন? সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে নেটিজেনদের মধ্যে ৷ বিবাহিত জীবনের 6 বছর পার করার পর নতুন অধ্যায়ের সূচণা হয়েছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের জীবনে ৷ গণেশ চতুর্থীর পরের দিনই কন্য়া সন্তানের জন্ম দিয়েছেন মস্তানি অভিনেত্রী ৷ খুব তাড়াতাড়ি খুদেকে নিয়ে বাড়ি ফিরবেন দীপিকা ৷ তারমধ্যেই অনুরাগীদের চমকে দেওয়ার মতো খবর সামনে এসেছে ৷

পেরেন্টিং শিক্ষা ও কর্মবিরতি...

দীপিকার মা হওয়ার খবর সামনে আসতেই সোশাল মিডিয়াতেও অভিনন্দন জানিয়েছেন অনুরাগী থেকে তারকারা ৷ এরপরেই সামনে এসেছে মেয়ের জন্য কোনও রকম আয়া রাখতে রাজি নন পর্দার 'পিকু' ৷ ছোট রাজকন্যার জন্য তিনি নাকি কোনও রকম আয়া নিয়োগ করবেন না। জানা গিয়েছে, কন্যা সন্তানের দেখভালের জন্য ঐশ্বর্য রাই বচ্চনের পথ অনুসরণ করতে পারেন দীপিকা ৷ আয়া নয়, বরং নিজের হাতে সমস্ত সময় সন্তানের যত্ন, সন্তানের সবরকম কাজ করতে চান দীপু ৷ তবে তিনি যে অভিনয় ছেড়ে দেবেন, এমন কোনও ঘোষণা অফিসিয়ালি আসেনি ৷ তবে এটা সম্ভব যে দীপিকার মাতৃত্বকালীন ছুটি লম্বা হতে পারে ৷ আপাতত মেয়েকে বড় করার জন্য অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিতে পারেন অভিনেত্রী।

নো-ফটো নীতি...

শুধু তাই নয়, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং, তাঁদের মেয়ের জন্য রণবীর কাপুর-আলিয়া ভাট এবং আনুষ্কা শর্মা-বিরাট-কোহলির সন্তানের 'নো-ফটো' নীতি অনুসরণ করতে পারেন। শোনা যাচ্ছে, তাঁরা তাঁদের সন্তানকে আপাতত মিডিয়া থেকে দূরে রাখবেন ৷ সঠিক সময় এলে সকলের সামনে আনবেন ৷ রিপোর্ট অনুযায়ী, দীপিকা তাঁর মেয়েকে বড় করার ক্ষেত্রে অনুষ্কা শর্মাকে অনুসরণ করতে পারেন।

দীপিকা এবং রণবীর সিং 8 সেপ্টেম্বর একটি কন্যা সন্তানের বাবা-মা হন। ইনস্টাগ্রামে পোস্ট করে খুশির খবর শেয়ার করা হয় ৷ আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস দম্পতিকেও অভিনন্দন জানিয়েছেন। ক্যাটরিনা কাইফ, সারা আলি খান, অর্জুন কাপুরসহ অনেক তারকাই সদ্য হওয়া বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details