কলকাতা, 9 নভেম্বর: পুরোপুরি থ্রিলার মোড়কে আসছে নতুন ছবি 'ফেডিং শ্যাডো' ৷ প্রকাশ্যে এসেছে ছবির কাস্ট ৷ মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবলীনা বিশ্বাস ৷ বিপরীতে রয়েছেন অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়াও দেখা যাবে সৈকত দাস, অভিরুপ চৌধুরীকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সৌমভ বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, ছবিতে জ্যামি বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে অভিনেত্রী দেবলীনা বিশ্বাসকে দেখা যাবে একটি ভিন্ন ধরনের চরিত্রে। পরিচালক সৌমভ বলেন, "ছবির গল্পের প্রতিটি মোড়কে টুইস্ট রয়েছে। রহস্যের মধ্যে দিয়ে ছবির গল্প এগিয়ে যাবে। এই ছবিতে দেবলীনা, জ্যামি, সৌকত, অভিরূপ দারুণ দারুণ চরিত্রে রয়েছে। প্রতিটি চরিত্রের আলাদা শেডস আছে, তাঁদের ব্যাকগ্রাউন্ড আছে। থ্রিলার গল্প হিসাবে দর্শকদের মনে দাগ কাটবে এইটুকু বিশ্বাস আছে।"