কলকাতা, 21 মে: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা উদয়শঙ্কর পাল। ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেতা। গুরুতর অসুস্থ অবস্থায় ভরতি ছিলেন এম আর বাঙুর হাসপাতালে। দীর্ঘদিন ধরেই লড়ছিলেন ক্যানসারের সঙ্গে। তবে শেষরক্ষা হল না। সোমবার সন্ধেয় হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 76 বছর ৷ সোশাল মিডিয়ায় বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছেন পরিচালক অভিজিৎ পাল।
থিয়েটারের পূজারী ছিলেন উদয়শঙ্কর পাল। মারাত্মক চরিত্রাভিনেতা। সিনেমায় স্ক্রিনটাইম নিয়ে ভাবতেন না। নিজের চরিত্রটুকু দরদ দিয়ে করে বেরিয়ে যেতেন। 'ভূতের ভবিষ্যৎ', 'রয়্যাল বেঙ্গল রহস্য', 'আশ্চর্য প্রদীপ', 'প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো', 'অপরাজিত' ছবিতে তাঁর তুখোড় অভিনয় আলাদা করে মনে রাখার মতো। 'ভূতের ভবিষ্যৎ'-এর বিহারি রিকশাওয়ালা 'আত্মারাম'কে বাংলার সিনেপ্রমীদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে আজীবন। অনীক দত্তর আসন্ন ছবিতেও রয়েছেন উদয়শঙ্কর পাল। যদিও ডাবিং শেষের আগেই চলে গেলেন তিনি।
তাঁর অসুস্থতার খবর প্রথম সোশাল মিডিয়ায় আনেন পরিচালক অভিজিৎ পাল। তাঁর থেকেই জানা যায়, দিদির সঙ্গে থাকতেন উদয়বাবু ৷ কয়েকমাস ধরেই প্রচণ্ড কাশি হচ্ছিল তাঁর। গত ডিসেম্বর মাসে কাশির সঙ্গে রক্ত বের হতে শুরু করে। চিকিৎসককে দেখানো হলে ধরা পড়ে যে তিনি ক্যানসারে আক্রান্ত। তাই শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন অভিজিৎ পাল। গিল্ডের সঙ্গেও কথা বলেন তিনি। অভিনেতা সুমিত সমাদ্দার তাঁদের বন্ধুবান্ধবদের কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করবেন বলে ঠিক করেন। কিন্তু উদয়শঙ্কর কিছুই করতে দিলেন না তিনি সতীর্থদের।
কোনওদিন তাঁকে কোনও লিড রোলে পাননি দর্শক। একটা সিনেমাজুড়ে তাঁকে আঁকতে চেয়েছিলেন পরিচালক অভিজিৎ পাল।
বর্ষীয়ান অভিনেতা উদয়শঙ্কর পালের মৃত্যুর খবরে তিনি লিখেছেন, "তুমি আমাকে ছেড়ে চলে গেলে। যাওয়ার আগে বলেছিলে তোর কাজ আর অনিকের ডাবিংটা বাকি আছে, আগে ওগুলো করবো। তারপর বিশ্রাম নেব। আমি বড্ড একা হয়ে গেলাম উদয়'দা। বড্ড একা। "
আরও পড়ুন:
- ভোট প্রচারে প্রয়াত রশিদ খান! ইনস্টাগ্রামে নির্বাচনী পোস্ট ঘিরে ধোঁয়াশা
- প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব, আজ দেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে
- থেমে গেল 'বিনাকা গীতমালা' কণ্ঠ, প্রয়াত কিংবদন্তি রেডিয়ো সঞ্চালক আমিন সায়ানি