কলকাতা, 24 জানুয়ারি: বৃহস্পতিবার সকাল থেকেই নেট পাড়ায় শোরগোল। কালো হয়ে গেল উইন্ডোজ প্রোডাকশনের ফেসবুক পেজের প্রোফাইল পিকচার। সঙ্গে হিজিবিজি লেখা। অথচ গতকালও তাদের ফেসবুক পেজে প্রযোজনা সংস্থার তরফে 'লাল্টু - মিতালী' জুটির নানা খুনসুঁটি ভাগ করে নেওয়া হয়। কিন্তু তারপরেই প্রোফাইল পিকচার কালো হয়ে যাওয়ার পর স্ক্রিন শট তুলে সামাজিক মাধ্যমে তা ভাগ করে নিয়ে জিনিয়া প্রশ্ন তোলেন, "হ্যাকড নাকি অন্য কিছু ?" আর তাতেই শোরগোল পড়ে যায় নেট পাড়ায়।
গোটা বিষয়টা জানতে জিনিয়া সেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি তাঁর কাছ থেকে। তবে, বেলা গড়াতেই রহস্যের উদঘাটন করল প্রযোজনা সংস্থা স্বয়ং। জিনিয়া সেন লিখলেন, "সকালে যাঁরা আমাদের পেজ দখল করেছিলেন তাঁরা আর কেউ নন, এক দল ভূত। আমরা ওঁদের হাত থেকে নিজেরা বাঁচলেও, ওঁরা বলে গেছেন-“আঁবারও দেঁখা হঁবে, এঁই বঁড়দিনে…” ভয় না পেয়ে আপনাদেরও কিন্তু আসতে হবে আমাদের সাথে। আমন্ত্রণ রইল। গন্তব্যস্থলঃ ভানুপ্রিয়া ভূতের হোটেল"