পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

দেবের নতুন ছবিতে কাজ, স্বপ্ন ভাঙছে বাংলাদেশী অভিনেত্রীর! - Dev with Tasnia Farin - DEV WITH TASNIA FARIN

Dev New Movie Shooting Starts Soon: দেবের পরবর্তী ছবিতে কাজ করার কথা ছিল বাংলাদেশী অভিনেত্রী তাসনিয়া ফারিনের ৷ কিন্তু তৈরি হয়েছে বড় সমস্যা ৷ পরিচালক অভিজিৎ সেনের পরবর্তী ছবিতে কে হবেন নায়িকা, তৈরি হয়েছে কৌতুহল ৷

Dev New Movie Shooting Starts Soon
স্বপ্ন ভাঙছে বাংলাদেশী অভিনেত্রীর! (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 12, 2024, 12:42 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: একের পর এক নতুন নায়িকার সঙ্গে জুটি বেঁধে বাজিমাত করছেন দেব। 'বাঘাযতীন'-এ সৃজা থেকে 'প্রধান'-এ সৌমিতৃষা আর আসন্ন ছবি 'খাদান'-এ ইধিকা পাল ৷ আসল বিষয়, দেবের নায়িকা মানেই এই মুহূর্তে নতুন চমক। তবে অতনু রায়চৌধুরী প্রযোজিত আসন্ন ছবিতে বাংলাদেশের নায়িকা তাসনিয়া ফারিনকে পাশে পাচ্ছেন না দেব, এমনই খবর।

কারণ ওই দেশের অভ্যন্তরীণ সমস্যা এখনও মেটেনি। বরং বলা ভালো বিশ বাঁও জলে। তাই এপার বাংলায় আসার ভিসা মিলছে না নায়িকা তাসনিয়ার। যার জেরে দেবের নায়িকা হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই ভিসা না পাওয়ার বিষয়টি ৷ এই খবরে সিলমোহর দিয়েছেন স্বয়ং প্রযোজক। 'প্রজাপতি', 'টনিক', 'প্রধান' খ্যাত পরিচালক অভিজিৎ সেনের এই ছবিতে দেবের বিপরীতে প্রথম অভিনয় করার কথা ছিল তাসনিয়ার ৷

অভিজিৎ সেনের সঙ্গে এই বিষয়ে জানতে যোগাযোগ করে ইটিভি ভারত। তিনি বলেন, "আমার সঙ্গে এখনও অবধি এই ব্যাপারে কারোর কোনও কথা হয়নি। আমি ব্যক্তিগত কাজে বাইরে ছিলাম। আজ ফিরলাম শহরে। তবে, তাসনিয়া ফারিন কাজটা করতে পারছেন না ভিসার কারণে এটা জানলাম মিডিয়ার মারফতেই। এবার কথা হবে। কথা হওয়ার পর আমি জানাতে পারব।"

বেশ কিছু সপ্তাহ আগেই কোটা আন্দোলনে উত্তাল ছিল ওপার বাংলা। এরপর শেখ হাসিনা সরকারের পতন। গত মাসে অর্থাৎ অগস্টে নায়িকার কলকাতায় আসার কথা ছিল। কিন্তু তা আর সম্ভব হয়নি। অনেক প্রক্রিয়ার মাধ্যমে ভিসা পেতে হয়। আর এই মুহূর্তে সেখানে সব বিষয়ে রয়েছে জটিলতা। তাই নায়িকার পক্ষে আর এই যাত্রায় কাজ করা হল না দেবের সঙ্গে, এখনও পর্যন্ত খবর সেই রকমই ৷

তা হলে দেবের নতুন ছবিতে কে হবেন নায়িকা, উঠছে প্রশ্ন ৷ টলিউড থেকেই কাউকে বেছে নেওয়া হবে নাকি খোঁজ জারি থাকবে, তা সময় বলবে ৷ তবে চিত্রনাট্য তৈরি আছে। নায়িকা ঠিক হয়ে গেলেই বছরের শেষে ইউনিট পাড়ি দেবে লন্ডন। ‘প্রজাপতি’র পর এই ছবিতে আরও এক বার দেবের সঙ্গে সমান গুরুত্বপূর্ণ চরিত্রে মিঠুন চক্রবর্তী অভিনয় করবেন বলে সূত্রের খবর।

ABOUT THE AUTHOR

...view details