পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অরিজিতের সঙ্গে লন্ডনের মঞ্চ মাতালেন এড শিরান, 'পারফেক্ট' মোমেন্টের ছবি ভাইরাল - Arijit Singh perform with EdSheeran - ARIJIT SINGH PERFORM WITH EDSHEERAN

Arijit Singh with Ed Sheeran: গানের কনসার্টে তৈরি হল ম্যাজিক মোমেন্ট ৷ একই মঞ্চে গিটার হাতে গাল বাঁধলেন বাংলার অরিজিৎ সিং ও আন্তর্জাতিক তারকা এড শিরান ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল দুই গায়করে অনবদ্য মুহূর্ত ৷

Arijit Singh with Ed Sheeran
অরিজিতের সঙ্গে এড শিরান (Arijit Singh Instagram)

By PTI

Published : Sep 16, 2024, 7:25 PM IST

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: কিছুদিন আগেই অরিজিৎ সিং-এর কণ্ঠে আর কবে গান আরজি কর কাণ্ডে প্রতিবাদী আওয়াজ তোলে ৷ এবার সেই শিল্পী এবার কাঁপালেন লন্ডনের মিউজিক কনসার্ট ৷ এড শিরানের সঙ্গে যুগলবন্দীতে মঞ্চে ঝড় তুললেন কেশরিয়া গায়ক অরিজিৎ সিং ৷ সোশাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি শেয়ারও করেন শিল্পী ৷

সোমবার অরিজিৎ শিরানের সঙ্গে কাটানো বিশেষ কিছু সময়ের ছবি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "লন্ডন, গতকাল রাতে এইভাবে পাশে থেকে ভালোবাসা দেখানোর জন্য সকলকে ধন্যবাদ ৷ ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷" অরিজিৎ-এর সেই ছবি পোস্ট হওয়ার পরেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তা ভরে যায় কমেন্ট বক্সে ৷ লন্ডনের স্পেশাল কনসার্টে মনমুগ্ধকর পরিবেশ দেখে আপ্লুত দুই শিল্পীই ৷ কনসার্টে শোনা যায় অরিজিতের জনপ্রিয় গান 'তেরা হোনে লগা হু' ও 'হাওয়ায়ে' ৷

উল্লেখ্য, মুম্বইয়ের এক অনুষ্ঠানে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গেও পারফর্ম করেছিলেন এড শিরান। 2024-এর এশিয়া-ইউরোপ ট্যুরের অংশ হিসাবে গত মার্চ মাসে ভারতে এসেছিলেন পপ তারকা ৷ সেই সময় পঞ্জাবের জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ ও আরমান মালিকের সঙ্গে পারফর্ম করেছিলেন শিরান। এবার তিনি অরিজিতের সঙ্গে জুটি বাঁধলেন লন্ডনের বুকে।

প্রসঙ্গত, 2 অগস্ট নিজের অসুস্থতার কথা জানিয়ে কনসার্ট বাতিল করেছিলেন অরিজিৎ ৷ তিনি সোশাল মিডিয়ায় লিখেছিলেন, সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে আমার অগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি আপনারা সবাই এই শোগুলোর জন্য দারুণ ভাবে অপেক্ষা করেছিলেন। কিন্তু আমি মন দিয়ে ক্ষমা চাইছি সকলের কাছে ৷ আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমার একমাত্র শক্তি।" এরপরেই স্বমহিমায় ফিরেছেন অরিজিৎ সিং ৷ প্রায় একমাস পর তিনি মঞ্চে এলেন আর আগুন ঝড়ালেন ৷

ABOUT THE AUTHOR

...view details