হায়দরাবাদ, 2 অগস্ট: চলতি মাসে ইউকে-তে গানের কনসার্ট বাতিল করলেন গায়ক অরিজিৎ সিং ৷ 11 তারিখ এই কনসার্ট হওয়ার কথা ছিল ৷ টিকিটও প্রায় বিক্রি হয়ে গিয়েছে ৷ আচমকাই অনুষ্ঠান বাতিল করায় হতাশ অনুরাগীরা ৷ সোশাল মিডিয়ায় কনসার্ট বাতিলের কারণ জানিয়ে ক্ষমা চাইলেন 'ঝুমে জো পাঠান' গায়ক ৷
এদিন ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অরিজিৎ লেখেন, "দুঃখের সঙ্গে জানাচ্ছি, চিকিৎসা সংক্রান্ত বিষয়ের জন্য অগস্টের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হচ্ছি ৷ আমি জানি, আপনারা অধীর আগ্রহে এই অনুষ্ঠানের অপেক্ষায় ছিলেন ৷ আমি সত্যিই দুঃখিত আপনাদের হতাশ করার জন্য ৷ আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার সবচেয়ে বড় শক্তি ৷ এই থমকে যাওয়া অনুষ্ঠানের জন্য সকলের কাছে প্রতিজ্ঞা করছি, পরের অনুষ্ঠানগুলো আরও ধামাকাদার হবে ৷" অরিজিতের এই পোস্ট সামনে আসার পর তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷
এরপর অরিজিৎ সেপ্টেম্বরে গানের কনসার্টের নতুন তারিখ সামনে আনেন ৷ একনজরে দেখে নেওয়া যাক কোন তারিখে কোথায় রয়েছে গানের অনুষ্ঠান ৷
15 সেপ্টেম্বর- লন্ডন