পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কর্মাশিয়াল ছবিতে শোরগোল হওয়া দরকার- অপরাজিতা আঢ্য - APARAJITA AUDDY

অপরাজিতা জানান, কর্মাশিয়াল ছবি না হলে ইন্ডাস্ট্রি বাঁচবে না ৷ ফলে দর্শকদের এমন প্রতিক্রিয়া খুব দরকার ৷

Etv Bharat
কর্মাশিয়াল ছবিতে শোরগোল হওয়া দরকার (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : 15 hours ago

কলকাতা, 21 ডিসেম্বর: স্টার থিয়েটারের ঘটনায় মানসী সিনহার বিপরীতে গেলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য ৷ প্রেক্ষাগৃহে বসে দর্শকদের সিনেমা দেখতে অসুবিধা হয়েছে অন্য আর এক শোয়ের দর্শকদের জন্য ৷ সোশাল মিডিয়ায় এই বিষয়ে প্রতিবাদ করেন '5 নং স্বপ্নময় লেন' ছবির পরিচালক ৷ মানসী সিনহা যেখানে বলেছেন 'ওরে বাবা কি আওয়াজ!... ভেতরে যে একটা অন্য শো চলছে তার কথা ভাববেন না?...' অপরাজিতা পাল্টা জানালেন কর্মাশিয়াল ছবিতে শোরগোল হওয়া দরকার ৷

এই বিষয়ে প্রশ্ন করা হয় ছবির অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে ৷ '5 নং স্বপ্নময় লেন' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে ৷ এর আগে তিনি মানসীর এটা আমাদের গল্প ছবিতেও কাজ করেছেন ৷ অপরাজিতা বলেন, "মানুষ কোনও বাংলা ছবি দেখে এত উল্লাস করা মানে আখেরে বাংলা সিনেমারই লাভ, বাংলা সিনেমার জয়।"

সিনেমা হলের সামনে দর্শকদের ভিড় (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "কর্মাশিয়াল ছবিতে শোরগোল হওয়াটা খুব দরকার ৷ আমিও যখন সলমন খানের সিনেমা দেখতে যাই, সিটি দিই, হইহই করি, নাচি ৷ কর্মাশিয়াল ছবি না হলে ইন্ডাস্ট্রি বাঁচবে না ৷ ফলে দর্শকদের এমন প্রতিক্রিয়া খুব দরকার ৷ এটা পজিটিভ একটা দিক ৷ একটা ছবির জন্য অন্য ছবির প্রদর্শনে সমস্যা হওয়া, সেটা অডিটোরিয়ামের সমস্যা।দর্শকের নয়।"

বিতর্কের সূত্রপাত শুক্রবার ৷ এই দিন স্টার থিয়েটার পরিদর্শনে গিয়ে দেব অনুরাগীদের কাণ্ড কারখানা দেখে অস্থির পরিচালক মানসী সিনহা ৷ তবে তাঁর অনুরাগীদের বাজনা বাজানো বা নাচ নিয়ে কোনও আপত্তি নেই ৷ প্রশ্ন তুলেছেন এত আওয়াজে হলের ভিতরে থাকা দর্শকদের সিনেমা দেখার অসুবিধার কথা নিয়ে ৷ মানসী সিনহা সামাজিক মাধ্যমে লেখেন, "না'হয় আমাদের ছবির বেশি হল পাবার যোগ্যতা নেই, না'হয় আমাদের ফ্যান ক্লাব নেই, না'হয় আমাদের বাজনা বাজানোর মতো টাকা নেই, তাই বলে একটা মাত্র শো দর্শকদের ভালো করে দেখাবার অধিকারও কি নেই?... তাই বলে, ভেতরে যে একটা অন্য শো চলছে তার কথা ভাববেন না এ কেমন ব্যাপার?

উল্লেখ্য, 'প্রাক্তন', 'বেলাশুরু' ছবির পর আবারও শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় কাজ করলেন অপরাজিতা আঢ্য ৷ তবে কোনও সিনেমার শুটিং নয় ৷ এক বিজ্ঞাপনে কাজ করলেন তাঁরা ৷ যেখানে একজন মমতাময়ী মায়ের চরিত্রে রয়েছেন তিনি। সঙ্গে তাঁর ছোট্ট মেয়ে অহনা ভট্টাচার্য। পাশাপাশি এদিন, হাওড়ার শরৎ সদনে অপরাজিতা আঢ্যর এক ডান্স শো রয়েছে। সেই নিয়েও বেজায় ব্যস্ত অপরাজিতা আঢ্য ।

ABOUT THE AUTHOR

...view details