কলকাতা, 23 জানুয়ারি: এই পুজোতেই আসছে আতিউল ইসলাম পরিচালিত বাংলা সিনেমা 'বানসারা'। প্রকাশ্যে চরিত্রদের লুক। ছবির শুটিং শুরু হয়েছে পুরুলিয়াতে। সেখানকার বহু জায়গায় সেট বানিয়ে চলছে ছবির শ্যুটিং। ঘন জঙ্গলের মাথায় তৈরি হয়েছে চল্লিশ ফুট দেবীর মূর্তি। মাফিয়া আর পুলিশের লড়াইয়ের মধ্যে মাইথোলজির অবস্থান এই ছবির গল্পের কেন্দ্রবিন্দুতে। 'বানসারা'র চরিত্রদের লুকেই রয়েছে বড় চমক।
এই ছবিতে অপরাজিতা আঢ্যকে দেখা যাবে বড় মা'র চরিত্রে। অন্যদিকে অভিনেতা বনি সেনগুপ্তকে দেখা যাবে অজিতেশ নামের এক পুলিশের চরিত্রে। 'বানসারা' মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে 'বানসারা'। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেয়। দেবীর ইচ্ছে, আদেশ সবকিছু বড়মা মারফত গ্রামের সবার কাছে পৌঁছে দেন। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরীকা দেবী।