কলকাতা, 21 নভেম্বর: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ কলকাতা ধীরে ধীরে সেজে উঠবে সিনেমার সবচেয়ে বড় উৎসব উদযাপনে ৷ তার আগেই সিনেপ্রেমীদের জন্য সুখবর ৷ 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে অয়নাংশু বন্দ্যোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ভানু'। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটা সময়কাল উঠে এসেছে এই ছবিতে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ৪ ডিসেম্বর ৷ চলবে 11 ডিসেম্বর পর্যন্ত ৷ এবার বেঙ্গলি প্যানোরমা কম্পিটিশন বিভাগের জন্য মনোনিত হয়েছে অয়নাংশু বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'ভানু'। 1875 সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে 'ভানু'। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের খানিকটা অংশ উঠে এসেছে এই ছবিতে। তাঁর বিদেশ যাওয়ার আগের মুহূর্ত, সর্বোপরি তাঁর 'ভানুসিংহের পদাবলী' লেখার সময় কালকে ধরা হয়েছে ছবিতে। তাঁর উদ্ভাবনী শক্তিই এই ছবির মূল উপজীব্য। রবীন্দ্রনাথের চরিত্রে অঙ্কিত মজুমদার। আর কাদম্বরী দেবীর চরিত্রে অনুষ্কা চক্রবর্তী। 'ভানু' কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন অনুষ্কা চক্রবর্তী।