কলকাতা, 20 ফেব্রুয়ারি: পুজো মাতাতে ফের তৈরি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় । চলতি বছরের পুজোতে 'রক্তবীজ 2' ছবি নিয়ে হাজির হচ্ছেন এই পরিচালক-প্রযোজক জুটি । তবে, এবার তারকার তালিকা আরও লম্বা । গতবার একটা আইটেম ডান্সেই শুধু দেখা যায় অঙ্কুশ হাজরাকে । তখনই রেশ রেখে গিয়েছিলেন তিনি । বলতে দ্বিধা নেই, অঙ্কুশকে সামনে রেখেই ছবিটা পরিচালক এমনভাবে শেষ করেন যে 'রক্তবীজ'-এর পার্ট টু'র প্রমিস থেকে গিয়েছিল তখনই ।
অঙ্কুশের কথায়, "শিবু দা আমাকে বলেছিলেন ছবিটাতে একটা ক্যামিও আছে । সঙ্গে গানও আছে । তুই করলে ভালো লাগবে । আমি শিবু দা'কে বলেছিলাম যদি গানটা এমন হয় যে, আমাকে লোক এভাবে আগে কখনও দেখেনি । মানে আমি শিবু দা'কে বলতে চেয়েছিলাম, অঙ্কুশের আরেকটা ডান্স নম্বর আসছে, এর থেকেও বেশি যদি এমন হয় যে গানটার মধ্যে গোবিন্দর একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে । গানটার শেষে আমি যদি ছবির গল্পটাতে কোনও ইনপুট দিতে পারি তাহলে আমার আরও ভালো লাগবে ।"
তিনি বলেন, "শিবুদা সেদিন বলেছিলেন আমি সেটাই প্ল্যান করছি । গানটার মধ্যে তুই অঙ্কুশ নয়, গোবিন্দ । শেষে দেখা গেল, শিবুদা আমাকে ছবিটার একটা পার্ট করে দিয়েছেন গানটার মাধ্যমে । আর ছবির শেষে আমাকে ভর করেই সিক্যুয়েলের প্রমিস রেখে গিয়েছিলেন । আমি শিবুদা'র কাছে কৃতজ্ঞ । আমি সামান্য কিছুই চেয়েছিলাম । পেলাম অনেকটা ।"