পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সঙ্গীতের পর অনন্ত-রাধিকার হলদি অনুষ্ঠান, হলুদ পোশাকে হাজির হলেন কারা? - Anant and Radhika Haldi Ceremony - ANANT AND RADHIKA HALDI CEREMONY

Anant-Radhika Haldi: মুকেশ পুত্র অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের সমস্ত আচার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সদ্য মিটেছে সঙ্গীত অনুষ্ঠান ৷ তাতে বলিউড ও ক্রিকেট মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এবার হলদি সেরেমনির পালা ৷ রবিসন্ধেয় সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর তাতে ব্যস্ত বলিপাড়ার তারকারা ৷ এদিক-ওদিক শুধু অতিথি সেলেবদের ভিড় ৷

Anant-Radhika Haldi
হলুদ পোশাকে হাজির বলি সেলেবরা (ফিল্মফেয়ার এক্স)

By ANI

Published : Jul 9, 2024, 10:27 AM IST

Updated : Jul 9, 2024, 10:57 AM IST

মুম্বই, 9 জুলাই: 12 জুলাই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা ৷ তাই অম্বানি পরিবারে এখন উৎসবের মেজাজ ৷ পরিবারের ছোট ছেলের বিয়েতে কোনও খামতি রাখতে নারাজ ৷ সদ্যই অম্বানিদের চোখ ধাঁধানো সঙ্গীত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৷ এবার রবিসন্ধ্যায় ছিল অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের গায়ে হলুদ ৷ আর সেই উপলক্ষেই একে একে অতিথিরা আসতে শুরু করেছেন।

এর আগে তাঁদের সঙ্গীতের নানা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ কখনও দেখা যাচ্ছে জনপ্রিয় ক্যানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার মঞ্চ মাতাচ্ছেন ৷ আবার কখনও নাচে-গানে মিশে গিয়েছে বলি ও খেল দুনিয়া ৷ সঙ্গীত ও গায়ে হলুদের মাঝে গৃহ শান্তি পুজো করান নীতা ও মুকেশ অম্বানি ৷ সেই অনুষ্ঠানে রাধিকা একটি ক্রিম এবং ছোট পাথরের কাজ করা সোনালি রংয়ের শাড়ি পরেছিলেন ৷ আর তাতে বেশ নজর কেড়েছিলেন হবু কনে ৷ অন্যদিকে, অনন্ত সোনালি জ্যাকেট লাল কুর্তার উপর চাপিয়েছিলেন ৷

এরপরই গতকাল থেকে হলদি সেরেমনির আয়োজন করা হয় ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি ও তাঁর ছেলে আকাশ অম্বানি একসঙ্গে কুর্তা-পাজামার সেট পরে বাবা ও ছেলে ক্যামেরাবন্দি হয়েছেন ৷

সবার থেকে বেশি নজর কাড়েন নীতা অম্বানি। একটি সোনালি রংয়ের অ্যান্টিক চুড়িদারে তিনি যেন সকলকে ছাপিয়ে গিয়েছেন এদিন। সঙ্গে পরেছিলেন ম্যাচিং কানের, টিকলি। যেন একেবারে 'রাজরানি' ৷

হলদিতে আমন্ত্রিত ছিলেন, সলমন খান, রণবীর সিং, সারা আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, অরি, রাহুল বৈদ্য, দিশা পারমাররা ৷

এছাড়াও উদিত নারায়ণ, এবং মানুষী চিল্লর-সহ বেশ কয়েকজন বলিউড তারকারাও গায়েহলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শোনা গিয়েছে, রণবীর সিং হলদি সেরেমনিতে নাচও করবেন ৷

তবে এদিন কেমন বেশে ধরা দিয়েছিলেন অনন্ত এবং রাধিকা, সেটা এখনও জানা যায়নি। 12 জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের জমকালো বিয়ে অনুষ্ঠিত হবে। নতুন অধ্যায় শুরুর অপেক্ষা তাঁরা ৷

Last Updated : Jul 9, 2024, 10:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details