মুম্বই, 9 জুলাই: 12 জুলাই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা ৷ তাই অম্বানি পরিবারে এখন উৎসবের মেজাজ ৷ পরিবারের ছোট ছেলের বিয়েতে কোনও খামতি রাখতে নারাজ ৷ সদ্যই অম্বানিদের চোখ ধাঁধানো সঙ্গীত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৷ এবার রবিসন্ধ্যায় ছিল অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের গায়ে হলুদ ৷ আর সেই উপলক্ষেই একে একে অতিথিরা আসতে শুরু করেছেন।
এর আগে তাঁদের সঙ্গীতের নানা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ কখনও দেখা যাচ্ছে জনপ্রিয় ক্যানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার মঞ্চ মাতাচ্ছেন ৷ আবার কখনও নাচে-গানে মিশে গিয়েছে বলি ও খেল দুনিয়া ৷ সঙ্গীত ও গায়ে হলুদের মাঝে গৃহ শান্তি পুজো করান নীতা ও মুকেশ অম্বানি ৷ সেই অনুষ্ঠানে রাধিকা একটি ক্রিম এবং ছোট পাথরের কাজ করা সোনালি রংয়ের শাড়ি পরেছিলেন ৷ আর তাতে বেশ নজর কেড়েছিলেন হবু কনে ৷ অন্যদিকে, অনন্ত সোনালি জ্যাকেট লাল কুর্তার উপর চাপিয়েছিলেন ৷
এরপরই গতকাল থেকে হলদি সেরেমনির আয়োজন করা হয় ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি ও তাঁর ছেলে আকাশ অম্বানি একসঙ্গে কুর্তা-পাজামার সেট পরে বাবা ও ছেলে ক্যামেরাবন্দি হয়েছেন ৷