মুম্বই, 2 মার্চ: মহানায়ক ৷ বড়পর্দায় যার ক্যারিশমায় মুগ্ধ ছিল আট থেকে আশি ৷ ম্যানারিজমই শুধু নয়, তাঁর অভিনয়ও ছিল ‘লার্জার দ্যান লাইফ’ ৷ 1987 সালে মুক্তি পায় উত্তমকুমার অভিনীত ‘মেরা করম, মেরা ধরম’ ৷ দুলাল গুহ'র ওই সিনেমা সাতের দশকে শুট হলেও নানান জটিলতায় মুক্তি পেতে দেরি হয় ৷ ঠিক 37 বছর পর, সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তমে’র হাত ধরে ফের বড়পর্দায় ফিরছেন নায়ক ৷
মহানায়কের প্রত্যাবর্তনে শুধু উত্তম অনুরাগীরাই নয়, মুগ্ধ স্বয়ং শাহেনশাও ৷ শুক্রবার মুক্তি পেয়েছে ‘অতি উত্তম’-এর ট্রেলার ৷ সামাজিক মাধ্যমে তা শেয়ার করেছেন অমিতাভ বচ্চন ৷ বিগ বি লিখেছেন, ‘‘পুরনো ফুটেজ থেকে এই প্রথমবার সিনেমার মুখ্য চরিত্র নির্মাণ ৷ উত্তম কুমারকে শ্রদ্ধার্ঘ্য ৷ অতি উত্তম...’’
সালটা 1980 ৷ ‘ওগো বধূ সুন্দরী’ সিনেমার শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন উত্তমকুমার ৷ বেলভিউ ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় প্রয়াণ ঘটে মহানায়কের ৷ পরের বছর মুক্তি পায় ‘ওগো বধূ সুন্দরী’ ৷ মৃত্যুর আগে আরেকটি ছবির শুটিং করছিলেন বাঙালির ‘সিনে ঈশ্বর’ ৷ মনমোহন দেশাইয়ের ওই সিনেমা মুক্তি পায় 1982 সালে ৷ ‘দেশপ্রেমী’র মুখ্য চরিত্রে ছিলেন অমিতাভ ৷ মহানায়কের সঙ্গে ওই একটি সিনেমাতেই শাহেনশাকে দেখেছিল দর্শক ৷