মুম্বই, 29 এপ্রিল: রবিবার রাতে নৈশভোজে একঝাঁক তারকা ৷ মুম্বইয়ের বান্দ্রার এক রেস্তোরাঁয় তারকাদের একসঙ্গে দেখে হিড়িক পড়ল সেলফি তোলার ৷ আর তা হবে নাই বা কেন ? রণবীর কাপুর এসেছেন তাঁর ঘরণী আলিয়া ভাটকে নিয়ে ৷ আবার ওই গাড়ি থেকে নামতে দেখা গেল স্ত্রী লক্ষ্মী প্রণথিকে সঙ্গে করে জুনিয়র এনটিআরকে ৷ আবার পিছনের গাড়ি থেকে প্রেমিকা সাবা আজাদের হাত ধরে নামেন হৃতিক রোশন ৷ তারকা ডিনারের এই পার্টির তালিকায় ছিলেন করণ জোহারও ৷ জানা গিয়েছে, ছবি নির্মাতা অয়ন মুখোপাধ্য়ায় সকলকে এক জায়গায় জড়ো করেছেন ৷
এবার আসা যাক বলি অভিনেতা-অভিনেত্রীদের পরনে কী ছিল- এক কাঁধ খোলা ম্যাক্সি ড্রেস পরেছিলেন আলিয়া ভাট। রণবীর ঘরণীর পোশাকজুড়ে ছিল সাদা ও হালকা হলুদ রঙের প্রিন্টের ছটা। রণবীর কাপুর এবং জুনিয়র এনটিআর এদিন কালো পোশাকে পরেছিলেন। কলারযুক্ত কালো টি-শার্ট এবং কালো স্ট্রেইট-ফিটেড প্যান্ট পরেছিলেন ঋষিপুত্র রণবীর ৷ কালো গোল-গলা টি-শার্ট, ব্ল্যাকফিট প্যান্ট, লেদারের বেল্টের ঘড়ি, ট্রেন্ডি ট্যান-রঙের চাঙ্কি স্নিকার্স ছিল জুনিয়র এনটিআরের পরনে ৷ এদিকে বলি অভিনেতা হৃতিক পরেছিলেন হালকা রঙের হাফহাতা স্ট্রাইপ শার্ট এবং স্ট্রেইট ফিট প্যান্ট। আর আইভরি রঙের টপ এবং বেইজ রঙের ফুলপ্যান্ট ও হাতে ক্লাচ ছিল সাবা আজাদের ৷