হায়দরাবাদ, 8 জানুয়রি: দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার দক্ষিণের জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ৷ 24 ঘণ্টার রেসিং প্রতিযোগিতা 24এইচ দুবাই 2025-এ যোগ দিতে সেখানে যান অভিনেতা ৷ তারই অনুশীলন করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন অজিত ৷ জানা গিয়েছে, অনুশীলনের সময় তিনি 180 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন ৷ তারপরেই গাড়িটি ব্যারিয়ারে সজোরে ধাক্কা মারে ৷ এই ঘটনায় একটুর জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেতা ৷
অজিতের ম্যানেজার জানিয়েছেন, ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন অভিনেতা ৷ তিনি এখন ভালো আছেন ৷ গাড়ির প্রতি অজিতের শখ বা প্রেমের কথা কারোর কাছে অজানা নয় ৷ সোশাল মিডিয়ায় তাঁর গাড়িপ্রেমের ছবি প্রায়শই ধরা পড়ে ৷ তবে এই প্রথমবার তাঁর রেসিং দল নিয়ে যোগ দিতে যান দুবাইয়ের এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার নিয়ম হল, 24 ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে 6 ঘণ্টা করে গাড়ি চালাতে হবে।
সেইমতো এদিন অজিতও অনুশীলনে সামিল হন ৷ অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই বিপুল বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে ব্যারিয়ারে। এরপর গাড়িটি বেশ কয়েকবার পাক খেয়ে থেমে যায়। গাড়ি থেকে ধোঁয়াও বের হতে দেখা যায়। গাড়ি থেমে যাওয়ার পর অভিনেতাকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায় ৷ এই ভিডিয়ো সামনে আসতেই চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা ৷ যদিও অজিতের কোনওরকম আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন ৷
তামিল সিনে জগতে অজিত কুমারের বেশ নামডাক রয়েছে। তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ-সহ মোট 22টি পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে ৷ সিনেমার পাশাপাশি রেসিং কার ও বাইক চালানোও তাঁর অন্যতম প্যাশন। তাঁর নিজের একটি রেসিং দল আছে, যার নাম অজিত কুমার রেসিং। এদেশের রেসারদের মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া অল্প কয়েকজন প্রতিযোগীদের মধ্যে তিনি একজন। দুবাইয়ে এই রেস অনুষ্ঠিত হবে 11 ও 12 জানুয়ারি ৷ তাঁর দলে রয়েছেন ম্যাথিউ ডেট্রি, ফ্যাবিয়ান ডাফিক্স এবং ক্যামেরন ম্যাকলিওড ।