হায়দরাবাদ, 5 জুন:এপ্রিলের 11 তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অজয় দেবগন অভিনীত 'ময়দান'। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের প্রেক্ষাপটে তৈরি এই ছবি সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়ে নেয় ৷ তবে বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার দু'মাসের কিছু আগে এবার ওটিটিতে মুক্তি পেল 'ময়দান'। বুধবার জনপ্রিয় ওটিটি অ্যামাজন প্রাইম ভিডিয়োতেও এসে গেল এই ছবিটি ৷
'ময়দান' সৈয়দ আবদুল রহিমের বায়োপিক:
'ময়দান' ছবিটি নির্মিত ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ আবদুল রহিমের জীবনী অবলম্বনে ৷ সালটা ছিল 1952 থেকে 1962 সাল ৷ এই সময়কালকে ভারতীয় ফুটবলের সোনালি সময় বলে অভিহিত করা হয় ৷ এই সময়েই সৈয়দ আবদুল রহিমের প্রশিক্ষণে ভারতীয় ফুটবল বিশ্বে তাদের দাপুটে উপস্থিতির জানান দিয়েছিল ৷ কাঁপিয়েছিল এশিয়াডের মঞ্চ ৷ সেই গল্প অবলম্বনেই 'ময়দান' সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক অমিত শর্মা ৷ প্রযোজক বনি কাপুর ৷ 'শয়তান'-এর পর 'ময়দান' ছিল অজয় দেবগনের 2024 সালে মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় ছবি।