হায়দরাবাদ, 19 ফেব্রুয়ারি: লন্ডনের ব়য়্যাল ফেস্টিভ্যাল হলে তিনি এলেন, দেখলেন, সকলের নজর কাড়লেন ৷ 'বাফটা' (BAFTA) পুরস্কার বিতরণী মঞ্চে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের উপস্থিতি কেড়ে নিল স্পটলাইট ৷ একটি বিশেষ পুরস্কার প্রদানের জন্য দীপিকা উপস্থিত ছিলেন উপস্থাপক হিসাবে ৷ 77তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ড সেরেমনিতে 'বেস্ট ফিল্ম নট ইন ইংলিশ' বিভাগে সেরা পুরস্কার জিতে নেয় 'দ্য জোন অফ ইন্টারেস্ট' ৷ মঞ্চে দীপিকার দায়িত্ব ছিল অভিনেতা তথা পরিচালক জনাথন গ্লেজারের হাতে পুরস্কার তুলে দেওয়া ৷
বিশেষ এই দিনের জন্য দীপিকা বেছে নিয়েছিলেন এথনিক লুক ৷ ফলে চোখ বন্ধ করে তিনি ভরসা করেছেন ডিজাইনার সব্যসাচীর উপরে ৷ ঝলমলে শাড়িতে স্লিভলেস ব্লাউজে দীপিকার মোহময়ী রূপ ধরা পড়েছে সোশাল মিডিয়ায় ৷ সেই ছবি অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন অনুরাগীদের জন্য ৷ অফ হোয়াইট গোল্ডেন শাড়ির সঙ্গে গয়না হিসাবে দীপিকা বেছে নেন ছোট্ট একটা দুল ৷
77তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস তথা 'বাফটা' সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডেভিড টেন্যান্ট। সেখানে পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে যোগ দেন দীপিকা পাড়ুকোন। উপস্থাপক বা প্রেজেন্টার হিসেবে মঞ্চে ওঠেন, হিউ গ্রান্ট, ডুয়া লিপা, ইংল্যান্ডের ফুটবলার ডেভিড বেকহ্যাম, কেট ব্ল্যানচেট-সহ আরও অনেকে। এদিন রেড কার্পেটে দীপিকা উপস্থিত হতেই জ্বলে ওঠে ফ্ল্যাশ লাইট ৷
সোশাল মিডিয়ায় কিছুদিন আগেই পুরস্কার উপস্থাপক হিসাবে আমন্ত্রণ পাওযার জন্য ইন্সটাগ্রাম স্টোরিজে ধন্যবাদ জানিয়েছিলেন অভিনেত্রী ৷ লিখেছিলেন 'কৃতজ্ঞ' ৷ বাফটার মঞ্চে প্রথমবার হলেও আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এর আগেও তাক লাগিয়েছেন ফাইটার অভিনেত্রী ৷ গতবছর অস্কারের মঞ্চে এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ছবির 'নাতু নাতু' গানের পরিচয় করিয়েছেন দীপিকা ৷
উল্লেখ্য, বিট্রেন-পোলিশের ঐতিহাসিক নাটক আউশউইৎস কনসেনট্রেশন ক্যাম্প-এর বিষয় নিয়ে তৈরি হয়েছে 'দ্য জোন অফ ইন্টারেস্ট' ৷ ছবিটি মার্টিন অ্যামিসের 2014 সালের উপন্যাস অবলম্বনে নির্মিত। এই ছবির সঙ্গে অনান্য মনোনয়নের তালিকায় ছিল '20 ডেস ইন মারিউপল', 'অ্যানাটমি অফ আ ফল', 'পাস্ট লাইভস' এবং 'সোসাইটি অফ দ্য স্নো'।