হায়দরাবাদ, 3 জানুয়ারি:কান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পাওয়ার পর 82 গোল্ডেন গ্লোব পুরস্কার হাতে উঠবে কি ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়ার ? উত্তর জানার সময় এসে গিয়েছে ৷ গোল্ডেন গ্লোবে পায়েলের অল উই ইমাজিন অ্যাজ লাইট আন্তর্জাতিক মঞ্চে সেরার শিরোপা পাওয়ার দৌড়ে রয়েছে ৷
সেরা পরিচালক ও সেরা মোশন পিকচার্স (নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ) বিভাগে মনোনীত হয়েছে পায়েলের ছবি ৷ ফলে ভারতীয় সিনেমা হিসাবে পায়েলের স্বীকৃতি পাওয়ার আশা করেছেন সকলেই ৷ চলতি বছর 82 গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠান কবে-কখন দেখা যাবে, প্রকাশ্যে এল দিন-সময় ৷
গোল্ডেন গ্লোব 2025: ভারতীয় সিনেমার জন্য বড় মাইলস্টোন
আন্তর্জাতিক মঞ্চে পায়েল কাপাডিয়ার ছবি অল উই ইমাজিন অ্যাজ লাইট প্রশংসিত হয়েছে ৷ কান ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ প্রিমিয়ার হয়েছে এই ছবির ৷ জিতেছে পুরস্কার ৷ বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম হিসাবে জিতেছে শিকাগো ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ৷ বেস্ট ইন্টান্যাশনাল ফিল্মের পুরস্কার জিতেছে ফ্লোরিডা ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওডার্স অনুষ্ঠানে ৷ এমনকী, ঘরে এনেছে গোথাম পুরস্কারও ৷
সিনেপ্রেমীদের আশা, এবার গোল্ডেন গ্লোব হাতে আসুক পরিচালক পায়েল কাপাডিয়ার ৷ বিশ্বমঞ্চে উজ্জ্বল হোক ভারতীয় সিনেমার নাম ৷
কবে-কোথায় দেখবেন 82 গোল্ডেন গ্লোব অনুষ্ঠান
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 5 জানুয়ারি অর্থাৎ রবিবার ৷ লস অ্যাঞ্জলসের বেভারলি হিলটন হোটেলে বসবে তারকাদের আসর ৷ আমেরিকাবাসী লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন 5 PM PT/8 PM ET সিবিএস চ্যানেলে অথবা প্য়ারামাউন্ট প্লাসে সাবস্ক্রিপশন থাকলে ৷