নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: সংসদে 2025-'26 অর্থবর্ষের জন্য দেশের বাজেট প্রস্তাব পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার কেন্দ্রে মোদি সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন সীতারামন । অতীতের করের বোঝায় জর্জরিত দেশের মধ্য়বিত্ত শ্রেণি আসন্ন বাজেটে (Budget 2025) থেকে কিছুটা স্বস্তি পেতে চেয়েছিল। তাদের মুখে হাসি ফুটেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আয়কর সংক্রান্ত ঘোষণার পরই ৷ নতুন ঘোষণা অনুযায়ী, বার্ষিক 12 লক্ষ 75 হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না।
আয়কর ছাড়ের এই ঘোষণায় আগামী অর্থবর্ষে মধ্যবিত্তদের বড় স্বস্তি দিলেন অর্থমন্ত্রী সীতারামন। বাজেট প্রস্তাব পেশ করতে গিয়ে তিনি বলেন, "সরকার মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বছরে 12 লক্ষ 75 হাজার টাকা পর্যন্ত উপার্জনে আয়কর শূন্য:
সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা 2025-'26 অর্থবর্ষের সাধারণ বাজেট প্রস্তাব পেশের পর নতুন কর কাঠামোয় (New Tax Regime) বছরে 12 লক্ষ 75 হাজার টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে এক টাকাও আয়কর দিতে হবে না দেশের করদাতাদের। শনিবার, 1 ফেব্রুয়ারি সাধারণ বাজেটে তাঁর ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "সরকারি ও বেসরকারি সংস্থার চাকুরিজীবীদের করের অঙ্ক 0 (শূন্য) রাখা হয়েছে।"