পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

মধ্যবিত্তদের স্বস্তি! 12 লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কর - UNION BUDGET 2025

সংসদে 2025-'26 অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশের পর করের বোঝায় জর্জরিত দেশের মধ্য়বিত্ত শ্রেণির মানুষের মুখে হাসি ফুটেছে ৷

Income Tax Waived Off
মধ্যবিত্তদের স্বস্তি! 12 লাখ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2025, 12:42 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: সংসদে 2025-'26 অর্থবর্ষের জন্য দেশের বাজেট প্রস্তাব পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার কেন্দ্রে মোদি সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন সীতারামন । অতীতের করের বোঝায় জর্জরিত দেশের মধ্য়বিত্ত শ্রেণি আসন্ন বাজেটে (Budget 2025) থেকে কিছুটা স্বস্তি পেতে চেয়েছিল। তাদের মুখে হাসি ফুটেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আয়কর সংক্রান্ত ঘোষণার পরই ৷ নতুন ঘোষণা অনুযায়ী, বার্ষিক 12 লক্ষ 75 হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না।

আয়কর ছাড়ের এই ঘোষণায় আগামী অর্থবর্ষে মধ্যবিত্তদের বড় স্বস্তি দিলেন অর্থমন্ত্রী সীতারামন। বাজেট প্রস্তাব পেশ করতে গিয়ে তিনি বলেন, "সরকার মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

12 লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কর (ইটিভি ভারত)

বছরে 12 লক্ষ 75 হাজার টাকা পর্যন্ত উপার্জনে আয়কর শূন্য:

সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা 2025-'26 অর্থবর্ষের সাধারণ বাজেট প্রস্তাব পেশের পর নতুন কর কাঠামোয় (New Tax Regime) বছরে 12 লক্ষ 75 হাজার টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে এক টাকাও আয়কর দিতে হবে না দেশের করদাতাদের। শনিবার, 1 ফেব্রুয়ারি সাধারণ বাজেটে তাঁর ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "সরকারি ও বেসরকারি সংস্থার চাকুরিজীবীদের করের অঙ্ক 0 (শূন্য) রাখা হয়েছে।"

নতুন কর কাঠামোয় (New Tax Regime) আয়করের হিসাব:

বেতনভোগী কর্মচারীদের জন্য 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন বিবেচনা করার পরে, এই 'শূন্য কর'-এর সীমা বার্ষিক 12 লক্ষ 75 লক্ষ টাকা হবে। নতুন আয়কর ব্যবস্থার অধীনে উচ্চতর ছাড় এবং পুনর্গঠন কার্যকর করা হয়েছে। নতুন ব্যবস্থায় 12 লক্ষ টাকা আয়ের একজন করদাতা 80,000 টাকা কর ছাড়ের সুবিধা পাবেন। 18 লক্ষ টাকা আয়ের একজন ব্যক্তি 70,000 টাকা কর ছাড়ের সুবিধা পাবেন।

নতুন কর কাঠামোয় (New Tax Regime) 4 লক্ষ থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত আয়ে 5 শতাংশ, 8 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা বার্ষিক আয়ে 10 শতাংশ এবং 12 লক্ষ থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে 15 শতাংশ দিতে হবে কর। পাশাপাশি, 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর 20 শতাংশ, 20 লক্ষ টাকা থেকে 24 লক্ষ টাকার উপর 25 শতাংশ এবং 24 লক্ষ টাকার উপরে 30 শতাংশ আয়কর প্রযোজ্য হবে। তবে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে বিভিন্ন ভাবে করে ছাড় দেবে সরকার।

এ দিন বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন আয়কর বিল আগামী সপ্তাহে আসবে বলে জানিয়ে দেন। সেখানে এই করের নিয়ম অনেক সহজ করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে, নতুন আয়কর বিল না পাওয়া পর্যন্ত আয়কর ছাড়ের বিষয়টি স্পষ্ট করে জানা সম্ভব নয় ৷

আরও পড়ুন
বেড়েছে বিমানবন্দরের সংখ্যা, উন্নত হয়েছে বিমান যোগাযোগ, বলছে অর্থনৈতিক সমীক্ষা
দেশের দরিদ্র, মধ্যবিত্ত ও মহিলাদের জন্য বাজেটে বিশেষ ঘোষণার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details