নয়াদিল্লি, 23 জুলাই: বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেছেন ৷ তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভা ভোটের ফলাফলের পরে কংগ্রেসের এবারের ইস্তাহার পড়েছেন, এটা জানতে পেরে তিনি আনন্দিত ৷
এ দিন লোকসভায় সীতারমন বাজেট পেশ করার পরই সোশাল মিডিয়ায় পোস্ট করেন পি চিদম্বরম ৷ সেখানে তিনি লেখেন, "আমি জেনে আনন্দিত যে মাননীয় অর্থমন্ত্রী নির্বাচনের ফলাফলের পরে 2024 সালের লোকসভা ভোটের জন্য তৈরি কংগ্রেসের ইস্তাহার পড়েছেন । আমি খুশি যে তিনি কার্যত কংগ্রেসের ইস্তাহারের 30 পাতায় থাকা এমপ্লয়মেন্ট-লিঙ্কড ইনসেনটিভ (কর্মসংস্থানের সঙ্গে জড়িত উৎসাহভাতা) গ্রহণ করেছেন ।"
ইউপিএ জমানায় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলানো চিদম্বরম সোশাল মিডিয়ায় আরও লিখেছেন, "আমিও খুশি যে তিনি কংগ্রেসের ইস্তাহারের 11 পাতায় প্রতিটি শিক্ষানবীশের জন্য ভাতা-সহ শিক্ষানবীশ স্কিমের কথা বলা ছিল, তা চালু করেছেন । অর্থমন্ত্রী যদি কংগ্রেসের ইস্তাহারে থাকা আরও কিছু প্রতিশ্রুতি নিয়ে নিতেন, তাহলে ভালো হত৷ আমি শীঘ্রই জানাব যে কোন কোন বিষয়গুলি তিনি নিলেন না ৷"
প্রসঙ্গত, এই নিয়ে টানা সাতবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন ৷ ফলে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মোরারজি দেশাইয়ের টানা বাজেট পেশের রেকর্ড ভাঙলেন তিনি ৷ তাছাড়া এটা তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট ৷ সেই বাজেট পেশ হওয়ার পর পি চিদম্বরম যেমন সমালোচনায় সরব হয়েছেন, তেমনই কটাক্ষ করেছেন আরেক কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷