মুম্বই, 28 নভেম্বর:এনডিএ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে দেবেন্দ্র ফড়ণবীসের নাম অনুমোদন করার পরে বৃহস্পতিবার (28 নভেম্বর 2024-এ) দেশের শেয়ারবাজারে প্রাথমিক লেনদেনে কিছুটা লাভের মুখ দেখলেন বিনিয়োগকারীরা। প্রাথমিক লেনদেনে, বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্সের সূচক 59.84 পয়েন্ট বা 0.07 শতাংশ বেড়ে 80,293.92 পয়েন্টে পৌঁছায়। পাশাপাশি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এর নিফটিও 27.80 পয়েন্ট বা 0.11 শতাংশ বেড়ে 24,302.70 পয়েন্টের স্তরে লেনদেন শুরু করে।
আদানি গ্রুপের দুটি কোম্পানির শেয়ারে মুনাফা:
স্টক মার্কেটের প্রাথমিক লেনদেনে, বিএসই সেনসেক্সে তালিকাভুক্ত 30টি শেয়ারের মধ্যে, প্রায় 18টি শেয়ারের দর বেড়েছে এবং 12টি শেয়ারের দর পড়েছে। আজ নিয়ে টানা দ্বিতীয় দিনে আদানি পোর্টসের শেয়ার বিএসইতে বৃদ্ধির সঙ্গে লেনদেন করছে। শায়ারবাজারে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আদানি পোর্টের শেয়ার 1.05 শতাংশ বৃদ্ধির সঙ্গে 1212.40 টাকার স্তরে পৌঁছায়। পাশাপাশি, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার শেয়ার 0.92 শতাংশ পতনের সঙ্গে 2976.70 টাকায় লেনদেন শুরু করে।