পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি, বড় মুনাফার প্রত্যাশায় বিনিয়োগকারীরা - STOCK MARKET UPDATES

শেয়ারবাজারে প্রাথমিক লেনদেনে কিছুটা লাভের মুখ দেখলেন বিনিয়োগকারীরা। সেনসেক্সের সূচক 59.84 পয়েন্ট বা 0.07 শতাংশ বেড়ে 80,293.92 পয়েন্টে পৌঁছায়।

Stock Market Updates
বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 11:03 AM IST

মুম্বই, 28 নভেম্বর:এনডিএ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে দেবেন্দ্র ফড়ণবীসের নাম অনুমোদন করার পরে বৃহস্পতিবার (28 নভেম্বর 2024-এ) দেশের শেয়ারবাজারে প্রাথমিক লেনদেনে কিছুটা লাভের মুখ দেখলেন বিনিয়োগকারীরা। প্রাথমিক লেনদেনে, বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্সের সূচক 59.84 পয়েন্ট বা 0.07 শতাংশ বেড়ে 80,293.92 পয়েন্টে পৌঁছায়। পাশাপাশি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এর নিফটিও 27.80 পয়েন্ট বা 0.11 শতাংশ বেড়ে 24,302.70 পয়েন্টের স্তরে লেনদেন শুরু করে।

আদানি গ্রুপের দুটি কোম্পানির শেয়ারে মুনাফা:

স্টক মার্কেটের প্রাথমিক লেনদেনে, বিএসই সেনসেক্সে তালিকাভুক্ত 30টি শেয়ারের মধ্যে, প্রায় 18টি শেয়ারের দর বেড়েছে এবং 12টি শেয়ারের দর পড়েছে। আজ নিয়ে টানা দ্বিতীয় দিনে আদানি পোর্টসের শেয়ার বিএসইতে বৃদ্ধির সঙ্গে লেনদেন করছে। শায়ারবাজারে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আদানি পোর্টের শেয়ার 1.05 শতাংশ বৃদ্ধির সঙ্গে 1212.40 টাকার স্তরে পৌঁছায়। পাশাপাশি, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার শেয়ার 0.92 শতাংশ পতনের সঙ্গে 2976.70 টাকায় লেনদেন শুরু করে।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) 2882টি শেয়ারের মধ্যে, 1909টি শেয়ার আজ প্রাথমিক লেনদেনে মুনাফার মুখ দেখেছে এবং 880টি শেয়ারের দর পড়েছে । এনএসইতে আদানি এন্টারপ্রাইজের শেয়ারদর 11.56 শতাংশ বৃদ্ধি পেয়ে 2399 টাকার স্তরে পৌঁছেছে। পাশাপাশি, অ্যাপোলো হাসপাতালের শেয়ারদর 1.34 শতাংশ কমে 6982 টাকায় লেনদেন হচ্ছে।

এশিয়ার অন্যান্য শেয়ারবাজারের হাল কী?

এশিয়ার অন্যান্য শেয়ারবাজারের কথা বললে, জাপানের নিক্কেই 225 এবং দক্ষিণ কোরিয়ার কস্পি তাদের লেনদেন শুরু করেছে। তবে, হংকংয়ের হ্যাং সেং এবং চিনের সাংহাই কম্পোজিট প্রাথমিক লেনদেনে লোকসানের সম্মুখীন হয়েছে। মঙ্গলবার ইউরোপ ও আমেরিকার শেয়ারবাজারও দরপতনের সঙ্গে বন্ধ হয়েছে।

আরও পড়ুন
সোনার দামে ‘বিরাট’ পতন ! একদিনে 3 হাজার টাকা সস্তা হলুদ ধাতু
নতুন PAN চালুর পর পুরনো কার্ড কি বাতিল হচ্ছে ? জানুন কেন্দ্র কী বলছে

ABOUT THE AUTHOR

...view details