পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

সেনসেক্সে বিরাট পতন, উধাও বিনিয়োগকারীদের 9.78 লক্ষ কোটি টাকা - Major Fall in Sensex - MAJOR FALL IN SENSEX

Sensex Falls Over 1700 Points: সপ্তাহের শেষ দিকে বাজারে বড় ধাক্কা লাগল । একধাক্কায় বৃহস্পতিবার 1,769 পয়েন্ট পড়ল সেনসেক্স। আর তার জেরে বিনিয়োগকারীদের 9.78 লক্ষ কোটি টাকা লোকসান হল।

Sensex Falls Over 1700 Points
সেনসেক্সে বিরাট পতন (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2024, 8:01 PM IST

মুম্বই, 3 অক্টোবর: মধ্যপ্রাচ্যের সংঘাতের সরাসরি প্রভাব পড়ল ভারতীয় বাজারে। বৃহস্পতিবার একধাক্কায় 1,769 পয়েন্ট পড়ল সেনসেক্স। আর তার জেরে বিনিয়োগকারীদের 9.78 লাখ কোটি টাকা লোকসান হল। টানা চারদিন ধরেই পড়ছে বাজার। বৃহস্পতিবার সেনসেক্স 1,769 পয়েন্ট বা 2.17 শতাংশ পড়েছে। গত 11 সেপ্টেম্বরের পর বাজার এতটা কখনও পড়েনি। তেল থেকে শুরু করে ব্যাঙ্ক এবং অটোমোবাইল ক্ষেত্রেই ধাক্কা লাগে। পাশাপাশি নিফটি 546.80 পয়েন্ট পড়েছে। শতাংশের হিসেবে 2.12 শতাংশ ।

সেনসেক্সের 30টি সংস্থার মধ্যে রিলায়েন্স, অ্যাক্সিস ব্যাঙ্ক, এশিয়ান পেন্টস, টাটা মোটর্স, বাজাজ ফিনান্স, মারুতি, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, আদানি পোর্ট, এইচডিএফসি ব্যাঙ্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। গিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসের প্রধান বিনোদ নায়ার জানান, ইরান যেভাবে ইজরায়েলের উপর মিসাইল হামলা চালিয়েছে তাতে যুদ্ধ আরও ভয়াবহ আকার নিয়েছে । সংশ্লিষ্টদের মধ্যে উদ্বোগও বেড়েছে ।"

চলতি বছরে বেশ কয়েক বার বাজারে বড় ধরনের পতন হয়েছে। 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বাজার 4389.73 পয়েন্ট পড়ে । 5 অগস্ট বাজার পড়ে 2222.55 পয়েন্ট আর তারপর বৃহস্পতিবার এতটা পড়ল বাজার। উৎসবের মরশুম শুরুরু আগে বাজার এতটা পড়ায় অনেকেই চিন্তিত । মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘাতের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে কী হবে সেটাও ভাবাচ্ছে বাজার বিশেষজ্ঞদের।

এর আগে 2020 সালের 23 মার্চ বাজার 3934.72 পয়েন্ট পড়েছিল। তার আগের দিন করোনা মোকাবিলায় আচমকাই জনতা কারফিউ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ওই মার্চ মাসেরই 12 তারিখ বিশ্বসাস্থ্য সংস্থা করোনাকে অতিমারি বলে ঘোষণা করে। তার প্রভাবে বাজার 2919.26 পয়েন্ট পড়ে। তার আরও কয়েকদিন পর মার্চ মাসের 16 তারিখ বাজার 2713.41 পয়েন্ট পড়ে । তার কারণ করোনার প্রভাব পড়তে শুরু করে আমেরিকার অর্থনীতিতে । তারই সূত্রধরে ভারতেও বাজার পড়ে । এছাড়া 2022 সালের 24 ফেব্রুয়ারি বাজার পড়ে 2,702.15 পয়েন্ট। তার কারণ ছিল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শুরু হওয়া যুদ্ধ।

ABOUT THE AUTHOR

...view details