পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

বাড়ল স্টেট ব্যাঙ্কের লোনের EMI ! কতটা টান পড়বে পকেটে ? - SBI Hikes MCLR Rate

SBI Hikes Lending Rates Rate: সোমবার, 15 জুলাই থেকে স্টেট ব্যাঙ্কের ঋণের সুদের হার একই পরিমাণে বৃদ্ধি পাবে ৷ ফলে এসবিআই থেকে নেওয়া ঋণের EMI বা মাসিক কিস্তির পরিমাণ বৃদ্ধি পাবে । কতটা চাপ বাড়তে চলেছে ব্যাঙ্ক ঋণ নেওয়া মধ্যবিত্তর বাজেটে ?

SBI LOANS SET TO BE EXPENSIVE
বাড়ল স্টেট ব্যাঙ্কের লোনের EMI (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 1:27 PM IST

Updated : Jul 15, 2024, 2:36 PM IST

নয়াদিল্লি, 15 জুলাই: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার বেঞ্চমার্ক মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট (MCLR) 5 থেকে 10 বেসিস পয়েন্ট বাড়িয়েছে ৷ এই নতুন হার সোমবার, 15 জুলাই, 2024 থেকে কার্যকর হচ্ছে ৷ এর ফলে ঋণের সুদের হার একই পরিমাণে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ৷ একই কারণে স্টেট ব্যাঙ্কের থেকে নেওয়া ঋণের EMI বা মাসিক কিস্তির পরিমাণও বৃদ্ধি পাবে ।

স্টেট ব্যাঙ্কের ঋণে সুদের হার কতটা বাড়ছে ?
স্টেট ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে 3-মাস, 6-মাস এবং 2-বছরের মেয়াদি ঋণের জন্য বেঞ্চমার্ক মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট 10 ​​বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে ৷ এর ফলে উল্লেখিত মেয়াদি ঋণের ক্ষেত্রে প্রদেয় সুদের হার বেড়ে যথাক্রমে 8.4 শতাংশ, 8.75 শতাংশ এবং 8.95 শতাংশে পৌঁছেছে ।

এর আগে, এসবিআই জুন মাসের মাঝামাঝি সময়ে বিভিন্ন মেয়াদি ঋণের জন্য লেন্ডিং রেট 10 বেসিস পয়েন্ট বাড়িয়েছিল ৷ এর ফলে সেই সময়ে 1 বছরের ঋণের জন্য সুদের ন্যূনতম হার 8.75 শতাংশ হয়ে যায় ।

ঋণগ্রহীতাদের উপর এমসিএলআর বৃদ্ধির প্রভাব:
এসবিআই তার মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বৃদ্ধির ফলে ঋণের মাসিক কিস্তি (EMI) সমান হারে আরও ব্যয়বহুল হয়ে উঠবে । যে এসবিআই গ্রাহকরা সম্প্রতি ঋণের জন্য আবেদন করছেন, তাদের নতুন হারে লোন নিতে হবে । স্টেট ব্যাঙ্কের যে সকল গ্রাহক ইতিমধ্যেই ঋণ নিয়েছেন, তাদের ভবিষ্যতে এই বর্ধিত হারেই কিস্তি বা ইএমআই পরিশোধ করতে হবে । এটা মনে রাখা জরুরি, এমসিএলআর-ভিত্তিক ঋণগুলির জন্য একটি নির্দিষ্ট মেয়াদ থাকে ৷ ওই নির্দিষ্ট মেয়াদের পর ঋণগ্রহীতাদের জন্য এমসিএলআর-ভিত্তিক সুদের হারগুলি সংশোধন বা পরিবর্তন করা হয় ।

এসবিআই এমসিএলআর বৃদ্ধির ফলে বিভিন্ন মেয়াদি ব্যাঙ্ক লোনের নতুন সুদের হার:

  • রাতারাতি মেয়াদি ঋণের (ওভারনাইট লোন) MCLR 5 বেসিস পয়েন্ট বেড়ে 8.10 শতাংশ হয়েছে ।
  • এক মাসের মেয়াদি ঋণের MCLR 10 বেসিস পয়েন্ট বেড়ে 8.35 শতাংশ হয়েছে ।
  • তিন মাসের মেয়াদি ঋণের MCLR 10 বেসিস পয়েন্ট বেড়ে 8.40 শতাংশ হয়েছে ।
  • ছয় মাসের মেয়াদি ঋণের MCLR 10 বেসিস পয়েন্ট বেড়ে 8.75 শতাংশ হয়েছে ।
  • এক বছরের মেয়াদি ঋণের MCLR 10 বেসিস পয়েন্ট বেড়ে 8.85 শতাংশ হয়েছে ।
  • দুই বছরের মেয়াদি ঋণের MCLR 10 বেসিস পয়েন্ট বেড়ে 8.95 শতাংশ হয়েছে ।
  • তিন বছরের মেয়াদি ঋণের MCLR 5 বেসিস পয়েন্ট বাড়িয়ে 9.00 শতাংশ করা হয়েছে ।


Last Updated : Jul 15, 2024, 2:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details