পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

এবার ATM থেকেই তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা ! জেনে নিন পদ্ধতি

প্রায় 7 কোটি পিএফ অ্যাকাউন্টধারীদের জন্য সুখবর! শীঘ্রই, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO-র জমা টাকা সরাসরি এটিএম-এর মাধ্যমে তোলা যাবে।

Money Withdrawal from ATMs EPFO
ATM থেকেই তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

হায়দরাবাদ, 12 ডিসেম্বর: শীঘ্রই, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO-র জমা টাকা সরাসরি এটিএম-এর মাধ্যমে তোলা যাবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 7 কোটি পিএফ অ্যাকাউন্টধারী ৷ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের (Ministry of Labour and Employment) সচিব সুমিত্রা দাওরা বলেছেন যে ইপিএফও তার আইটি ব্যবস্থাকে আধুনিকীকরণের কাজ করছে, যাতে এই প্রক্রিয়াটি আরও সহজ এবং দ্রুত করা যায়।

প্রভিডেন্ট ফান্ডের টাকা সরাসরি ATM থেকে তুলার পদ্ধতি:

আগামী বছরের শুরু থেকে, পিএফ অ্যাকাউন্টধারীরা তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা সরাসরি ATM থেকে তুলতে পারবেন। যেই পরিমাণ টাকা ATM থেকে তোলা হবে, তার জন্য কর্মীদের আংশিক প্রত্যাহারের জন্য আবেদন করতে হবে। কর্মচারীরা শুধুমাত্র কিছু বিশেষ পরিস্থিতিতে PF থেকে টাকা তুলতে পারবেন। কর্মচারীরা EPFO ​​ওয়েবসাইট (https://www.epfindia.gov.in) বা উমং অ্যাপের মাধ্যমে আংশিক টাকা তোলার জন্য আবেদন জমা দিতে পারেন।

নতুন বছরে বড় পরিবর্তন দেখা যাবে:

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, "ব্যবস্থাগুলি ক্রমাগত উন্নত করা হচ্ছে। আপনি প্রতি 2 থেকে 3 মাসে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন। আমি বিশ্বাস করি যে, 2025 সালের জানুয়ারি থেকে যখন আমাদের EPFO-তে IT 2.1 সংস্করণ থাকবে, তখন থেকে একটি বড় পরিবর্তন দেখা যাবে। আমাদের লক্ষ্য হল ইপিএফও-এর আইটি পরিকাঠামোকে আমাদের ব্যাঙ্কিং ব্যবস্থার সমান স্তরে নিয়ে আসা ৷" ইপিএফও ​​অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে প্রায় 7 কোটি সক্রিয় অবদানকারী রয়েছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের এই সিদ্ধান্ত কার্যকর হতে উপকৃত হবেন অনেকে ৷

আরও পড়ুন
ইপিএফওর নিয়মে বদল ! পেনশনে এখন আরও বেশি টাকা পাওয়ার সুযোগ
EPFO-এ মিলবে 7 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুরক্ষা, উপকৃত হবেন 6 কোটি ​​সদস্য

ABOUT THE AUTHOR

...view details