মুম্বই, 19 জানুয়ারি: রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবার জানিয়েছে, 22 জানুয়ারি সকাল ন'টার পরিবর্তে দুপুর আড়াইটে নাগাদ মানি মার্কেট খুলবে ৷ কেন্দ্রীয় সরকার অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে৷ কেন্দ্রের ঘোষিত 22 জানুয়ারি অর্ধ-দিনের বন্ধের পরিপ্রেক্ষিতে, একটি সার্কুলার অনুযায়ী ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন মানি মার্কেটের ব্যবসার সময়ও অর্ধেক করা হয়েছে ৷
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক নিয়ন্ত্রিত বাজারগুলির জন্য ট্রেডিং-এর সময় সোমবার দুপুর 2.30 টা থেকে বিকেল পাঁচটা ৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ন্ত্রিত বাজারগুলি কল/নোটিস/টার্ম মানি; সরকারি সিকিউরিটিজে মার্কেট রেপো; সরকারি সিকিউরিটিজে ত্রি-পক্ষীয় রেপো; বাণিজ্যিক কাগজ এবং জমার শংসাপত্র; কর্পোরেট বন্ডে রেপো; সরকারি সিকিউরিটিজ (কেন্দ্রীয় সরকারের সিকিউরিটিজ, রাজ্য সরকারের সিকিউরিটিজ এবং ট্রেজারি বিল); বৈদেশিক মুদ্রা/ভারতীয় রুপি পরিবর্তন এই সব দফতরই বন্ধ থাকবে ।