পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

রাম মন্দিরের উদ্বোধনের দিন দুপুরে খুলবে শেয়ার বাজার, জানাল আরবিআই - দুপুরে খুলবে শেয়ার বাজার

কর্মী ও প্রশিক্ষণ বিভাগ সোমবার কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের জন্য অর্ধ-দিবস বন্ধের নির্দেশ জারি করেছে । 22 জানুয়ারি অর্ধদিবসের জন্য সারাদেশে সরকারি ব্যাঙ্ক, বীমা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিও বন্ধ থাকবে ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2024, 11:28 PM IST

Updated : Jan 19, 2024, 11:49 PM IST

মুম্বই, 19 জানুয়ারি: রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবার জানিয়েছে, 22 জানুয়ারি সকাল ন'টার পরিবর্তে দুপুর আড়াইটে নাগাদ মানি মার্কেট খুলবে ৷ কেন্দ্রীয় সরকার অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে৷ কেন্দ্রের ঘোষিত 22 জানুয়ারি অর্ধ-দিনের বন্ধের পরিপ্রেক্ষিতে, একটি সার্কুলার অনুযায়ী ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন মানি মার্কেটের ব্যবসার সময়ও অর্ধেক করা হয়েছে ৷

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক নিয়ন্ত্রিত বাজারগুলির জন্য ট্রেডিং-এর সময় সোমবার দুপুর 2.30 টা থেকে বিকেল পাঁচটা ৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ন্ত্রিত বাজারগুলি কল/নোটিস/টার্ম মানি; সরকারি সিকিউরিটিজে মার্কেট রেপো; সরকারি সিকিউরিটিজে ত্রি-পক্ষীয় রেপো; বাণিজ্যিক কাগজ এবং জমার শংসাপত্র; কর্পোরেট বন্ডে রেপো; সরকারি সিকিউরিটিজ (কেন্দ্রীয় সরকারের সিকিউরিটিজ, রাজ্য সরকারের সিকিউরিটিজ এবং ট্রেজারি বিল); বৈদেশিক মুদ্রা/ভারতীয় রুপি পরিবর্তন এই সব দফতরই বন্ধ থাকবে ।

আরবিআই আরও জানিয়েছে, "ভারত সরকারের সিকিউরিটিগুলির নিলামের নিষ্পত্তি বাজারের ব্যবসার সময় দুপুর 2:30 এর পর শুরু হবে ৷" 23 জানুয়ারি থেকে অবশ্য নিয়মিত ব্যবসার সময়েই চলবে মার্কেটগুলি ৷

কর্মী ও প্রশিক্ষণ বিভাগ সোমবার কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের জন্য অর্ধ-দিবস বন্ধের নির্দেশ জারি করেছে । 22 জানুয়ারি অর্ধদিবসের জন্য সারাদেশে সরকারি ব্যাঙ্ক, বীমা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিও বন্ধ থাকবে ।

অন্য একটি সার্কুলার জারি করে আরবিআই জানিয়েছে, সরকার ঘোষিত অর্ধদিবস বন্ধের কারণে কেন্দ্রীয় ব্যাঙ্কের 19টি ইস্যু অফিসের যে কোনওটিতে 22 জানুয়ারি সোমবার 2,000 টাকার ব্যাঙ্কনোট বিনিময়/জমা করার সুবিধা পাওয়া যাবে না । এই সুবিধাটি 23 জানুয়ারি মঙ্গলবার থেকে ফের চালু হবে ৷ (পিটিআই)

Last Updated : Jan 19, 2024, 11:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details