পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

NPPA-এর অনুমোদনে 8টি জরুরি ওষুধের দাম 50% বাড়তে চলেছে ! রইল তালিকা

8টি ওষুধের 11টি ফর্মুলেশনের সর্বোচ্চ দাম 50 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে ৷ ইতিমধ্যেই ন্যাশনাল ড্রাগ প্রাইসিং অথরিটি (NPPA) এর অনুমোদন দিয়েছে ৷

Medicine Price Hike
8টি জরুরি ওষুধের দাম 50% বাড়তে চলেছে ৷ প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2024, 1:25 PM IST

নয়াদিল্লি, 15 অক্টোবর: ন্যাশনাল ড্রাগ প্রাইসিং অথরিটি (NPPA) 8টি ওষুধের 11টি ফর্মুলেশনের সর্বোচ্চ দাম 50 শতাংশ পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এসব ওষুধের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে NPPA জানিয়েছে। ওষুধ প্রস্তুতকারকদের পক্ষ থেকে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (API)-এর মূল্য সংশোধনের দাবি জানানো হলেও ন্যাশনাল ড্রাগ প্রাইসিং অথরিটি প্রাথমিক ভাবে তা মানেনি।

ন্যাশনাল ড্রাগ প্রাইসিং অথরিটি জানিয়েছে যে, এই পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য হল মানুষের কাছে এই ওষুধগুলির জোগানের ধারাবাহিকতা নিশ্চিত করা। ন্যাশনাল ড্রাগ প্রাইসিং অথরিটির সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ওষুধের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে 2019 এবং 2021 সালেও ওষুধের ফর্মুলেশনের দাম 50 শতাংশ বৃদ্ধি করা হয়েছিল।

কেন ওষুধের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ?

ওষুধ প্রস্তুতকারীরা সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদানের (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস বা এপিআই) ক্রমবর্ধমান ব্যয়, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বিনিময় হারের ওঠানামার কারণে ওষুধের মূল্য সংশোধনের দাবি জানিয়েছিল। যে সব ওষুধের দাম বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে সেগুলির মধ্যে রয়েছে হাঁপানি, গ্লুকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা এবং মানসিক স্বাস্থ্যজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ওষুধ। এই ওষুধগুলি প্রায়শই জনস্বাস্থ্য কর্মসূচিতে প্রাথমিক জরুরি চিকিৎসায় ব্যবহৃত হয় । এই ওষুধগুলির ব্যাপক চাহিদা থাকার ফলে এগুলির জোগান নিয়ে মাঝে মধ্যেই সমস্যা তৈরি হয় বাজারে ৷ এই ওষুধগুলির সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদানের দাম বৃদ্ধির ফলে এগুলির উৎপাদন এবং বাজারের চাহিদা অনুযায়ী জোগান দিতে সমস্যায় পড়তে হচ্ছিল প্রস্তুতকারী সংস্থাগুলিকে ৷

যে সব ওষুধের দাম বাড়বে:

দেশে কার্যকর স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য এই ওষুধগুলির প্রাপ্যতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ন্যাশনাল ড্রাগ প্রাইসিং অথরিটি। দাম বৃদ্ধির তালিকায় থাকা ওষুধের মধ্যে রয়েছে বেনজিল পেনিসিলিন 10 লাখ আইইউ ইনজেকশন, অ্যাট্রোপিন ইনজেকশন 0.6 মিলিগ্রাম/মিলিলিটার, স্ট্রেপ্টোমাইসিন পাউডার ফর ইনজেকশন (750 মিলিগ্রাম এবং 1000 মিলিগ্রাম), সালবুটামল ট্যাবলেট (2 মিলিগ্রাম এবং 4 মিলিগ্রাম) এবং রেসপিরেটর সলিউশন (5 মিলিগ্রাম/মিলিলিটার), পাইলোকারপাইন 2 শতাংশ ড্রপ, সেফাড্রক্সিল ট্যাবলেট 500 মিলিগ্রাম, ডেসফেরিওক্সামিন 500 মিলিগ্রাম এবং লিথিয়াম ট্যাবলেট 300 মিলিগ্রাম।

আরও পড়ুন
আমদানি শুল্কে সম্পূর্ণ ছাড়, বাজেটে দাম কমল ক্যানসারের জীবনদায়ী 3 ওষুধের
ইঞ্জেকশনের ভয় নেই, কলেরার ওরাল ভ্যাকসিন আনল ভারত বায়োটেক

ABOUT THE AUTHOR

...view details