নয়াদিল্লি, 1 ডিসেম্বর: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের নির্বাচন শেষ হতে না-হতেই মানুষ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তেল কোম্পানিগুলিও বাড়াল রান্নার গ্যাসের দাম ৷
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করেছে। ডিসেম্বরের 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 16.50 টাকা বাড়ানো হয়েছে। বর্ধিত দাম আজ রবিবার থেকে কার্যকর হয়েছে।
ডোমেস্টিক এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম:
দাম বৃদ্ধির পরে, রবিবার থেকে দেশের রাজধানী দিল্লিতে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরো বিক্রয় মূল্য 1,818.50 টাকা হয়েছে । গ্যার দাম বৃদ্ধির তালিকায় রয়েছে এফটিএল সিলিন্ডারও ৷ রবিবার দাম বৃদ্ধির পরে 5 কেজির এফটিএল সিলিন্ডারের দাম 4 টাকা বেড়েছে । তবে, ঘরোয়া ব্যবহারের 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি । কলকাতায় সিলিন্ডার প্রতি সাড়ে 15 টাকা বেড়ে 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল 1927 টাকা। পাশাপাশি, 14.2 কেজির ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 829 টাকাই রয়েছে।