নয়াদিল্লি, 29 জানুয়ারি: সোমবার বাজার খুলতেই শেয়ার সূচকে ঝড় ৷ দিনের শুরুতেই বেঞ্চমার্ক সেনসেক্স এবং নিফটি 0.6 শতাংশ বেশি ছিল ৷ 407 পয়েন্ট বেড়ে সেনসেক্স ছিল 71 হাজার 107.46 এবং 123 পয়েন্ট বেড়ে নিফটি ছিল 21 হাজার 475.90 । বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ দেশীয় বিনিয়োগকারীরা এখন কেন্দ্রীয় বাজেট এবং অন্যান্য সামষ্টিক-অর্থনৈতিক নির্দেশিকা নিয়ে এই সপ্তাহে ব্যস্ত ৷ এছাড়াও বুধবার ইউএস ফেডারেল রিজার্ভের 2024 সালের প্রথম পলিসি বৈঠক রয়েছে ৷ সেই বৈঠকের দিকেও নজর থাকবে বিনিয়োগকারীদের ।
জিওজিত ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেছেন, "এই সপ্তাহে দুটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হওয়ার কথা রয়েছে ৷ একটি হল অন্তর্বর্তীকালীন বাজেট এবং ফেড মিটিং ৷ তবে এই ঘটনাগুলি বাজারে বড় আকারে প্রভাব ফেলতে পারবে না ৷ বাজেটে যদি বড় ঘোষণা হয় তাহলেই বাজারে প্রভাব ফেলতে পারে ৷ ফেডের সিদ্ধান্তের বিষয়ে নজর দিলে এখন কোনরকম রেট কমানো হবে বলে মনে করা হচ্ছে না ৷ তবে বৈঠকটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে ৷"