মুম্বই, 29 অগস্ট:রিলায়েন্স স্বল্পমেয়াদী লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির দিকে মনোনিবেশ করায় গুরুত্ব দেয় ৷ রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় এমনটাই জানিয়েছেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) চেয়ারম্যান মুকেশ অম্বানি ৷
তিনি জটিল সমস্যা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) অগ্রগতির কাজে লাগিয়ে দেশের জ্বালানি (শক্তি) নিরাপত্তা এবং গভীর প্রযুক্তির একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগে রূপান্তরিত করার জন্য কোম্পানির দায়বদ্ধতা তুলে ধরেন। অম্বানি ভারতের অর্থনীতিতে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিও তাঁর বক্তব্যেবর মধ্যে দিয়ে তুলে করেছেন ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান উল্লেখ করেছেন যে, বর্তমানে বিশ্বের দরবারে ভারত বৃদ্ধির একটি মুখ্য চালক হিসাবে নিজেকে প্রমাণ করেছে ।
মুকেশ অম্বানি বলেছেন, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম বৃদ্ধির ইঞ্জিন ৷ আমাদের দেশ বিশ্বের দরবারে সবচেয়ে উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে সকলকে পথ দেখাচ্ছে । এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, রিলায়েন্স এখন প্রযুক্তির মুখ্য উৎপাদক হয়ে উঠেছে এবং একটি অন্যতম প্রযুক্তি সংস্থায় রূপান্তরিত হয়েছে।