পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

পোস্ট অফিসে 5000 টাকা করে জমিয়ে পাবেন 8.5 লাখ ! দ্রুত বাড়বে সঞ্চয় - POST OFFICE SMALL SAVING SCHEMES

পোস্ট অফিসের এই চমৎকার স্কিমে, আপনার টাকা নিরাপদ থাকার পাশাপাশি 6.7 শতাংশ হারে সুদে মিলবে নিশ্চিত বড় রিটার্ন। রয়েছে ঋণের সুবিধাও।

Post Office Savings Scheme
পোস্ট অফিসে মাসে 5,000 টাকার বিনিয়োগে সাড়ে 8 লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়ার সুযোগ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

হায়দরাবাদ, 16 ডিসেম্বর: আপনি যদি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটি স্কিম খুঁজছেন, যেখানে আপনার টাকা নিরাপদ থাকে এবং আপনি চমৎকার রিটার্ন পান, তাহলে পোস্ট অফিস ছোট সঞ্চয় প্রকল্প আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম (Post Office Recurring Deposit) আপনাকে মাসে 5,000 টাকার বিনিয়োগে সাড়ে 8 লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়ার সুযোগ দেবে। এই স্কিমে বিনিয়োগ করা যেমন সহজ, তেমনই এর সঙ্গে মিলবে আরও অনেক সুযোগ-সুবিধাও।

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে সুদের হার কত ?

2023 সালে, কেন্দ্রীয় সরকার পোস্ট অফিস রিকারিং ডিপোজিট স্কিমের সুদের হার বাড়িয়ে বিনিয়োগকারীদের বাড়তি সঞ্চয়ের সুবিধা করে দিয়েছে। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে বর্তমানে 6.7 শতাংশ হারে সুদ প্রযোজ্য। এই সুদের হার 2023 সালে সংশোধিত হয়েছিল। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কেন্দ্রীয় সরকার প্রতি তিন মাস অন্তর নির্ধারণ করে। এই সংশোধনীটি সর্বশেষ 29 সেপ্টেম্বর 2023 তারিখে করা হয়েছিল।

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে 6.7 শতাংশ হারে সুদ আপনার বিনিয়োগ করা অর্থ নিরাপদে সুনিশ্চিতভাবে বৃদ্ধি পায়। এই স্কিমটি তাদের জন্য একটি আদর্শ বিকল্প, যারা কম ঝুঁকি নিয়ে, নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে একটি বড় সঞ্চয় তহবিল তৈরি করতে চান।

কীভাবে 5,000 টাকা বিনিয়োগ দিয়ে শুরু করে সাড়ে 8 লক্ষ টাকার পুঁজি পাবেন ?

এই পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ এবং সুদের হিসাব খুবই সহজ। আপনি যদি প্রতি মাসে মাত্র 5,000 টাকা করে বিনিয়োগ করেন, তাহলে 5 বছরে আপনার মোট 3 লক্ষ টাকা জমা হবে৷ এই জমা টাকায় 6.7 শতাংশ হারে সুদ-সহ মোট পুঁজির পরিমাণ 5 বছরে 3 লক্ষ 56 হাজার 830 টাকা হয়ে যাবে৷ এর পরে, আপনি যদি আপনার অ্যাকাউন্টটি আরও 5 বছর চালিয়ে যান তবে 10 বছরে আপনার মোট জমা টাকার পরিমাণ হবে 6 লাখ টাকা। এতে প্রাপ্ত সুদ-সহ মোট পুঁজির পরিমাণ 10 বছরে 8 লক্ষ 54 হাজার 272 টাকা হবে। এই স্কিম দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং রিটার্নের জন্য আদর্শ।

রয়েছে ঋণ নেওয়ার সুবিধা:

পোস্ট অফিসের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের আরেকটি বড় সুবিধা হল আপনি আপনার বিনিয়োগের থেকে ঋণ নেওয়ার সুবিধাও পাবেন। আপনার অ্যাকাউন্ট এক বছর পূর্ণ হলে, আপনি আপনার মোট জমা টাকার 50 শতাংশ পর্যন্ত অর্থ ঋণ হিসাবে নিতে পারেন। এই সুবিধা জরুরি প্রয়োজনের ক্ষেত্রে উপযোগী। পাশাপাশি, যদি কোনও কারণে আপনি প্ল্যানের মেয়াদপূর্তির আগে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করতে চান, সে ক্ষেত্রেও এই ঋণ নেওয়ার সুবিধাটি পাওয়া যায়।

আরও পড়ুন
পোস্ট অফিস থেকে মাসে 20000 টাকা আয় ! ঝুঁকিহীন বিনিয়োগে মিলবে বড় রিটার্ন
50,000 টাকা জমিয়ে পাবেন দেড় লাখ ! পোস্ট অফিসে মিলবে তিনগুণ রিটার্ন

ABOUT THE AUTHOR

...view details