পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

সাড়ে 3 হাজার টাকারও বেশি সস্তা হল সোনা ! 3,756 টাকা পড়ল রুপোর দরও - GOLD PRICE TODAY

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (আইবিজেএ) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে সোনা ও রুপোর দামে বড় ধরনের পতন হয়েছে।

Gold Price drops
চলতি সপ্তাহে সাড়ে 3 হাজার টাকারও বেশি সস্তা হল সোনা, রুপো (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2024, 1:05 PM IST

কলকাতা, 17 নভেম্বর: চলতি সপ্তাহে সোনা ও রুপোর দামে বড় ধরনের পতন হয়েছে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (আইবিজেএ) ওয়েবসাইট অনুযায়ী, গত শনিবার অর্থাৎ 9 নভেম্বর সোনার দাম ছিল 77,382 টাকা, যা এখন প্রতি 10 গ্রামে 73,739 টাকায় নেমে এসেছে (16 নভেম্বর) । অর্থাৎ, এই সপ্তাহে সোনার দাম প্রতি 10 গ্রামে 3,643 টাকা কমেছে । তবে গতকালের তুলনায় আজ সোনার দামে কোনও পরিবর্তন নেই ।

এই সপ্তাহে সোনা ও রুপোর দরে পতন হয়েছে:সোনা প্রতি 10 গ্রামে 3,643 টাকা কমে 73,739 টাকায় এবং রুপো প্রতি কেজিতে 87,103 টাকায় বিক্রি হচ্ছে। রুপো গত শনিবার 90,859 টাকা ছিল, যা এখন প্রতি কেজি 87,103 টাকায় নেমে এসেছে । অর্থাৎ, এই সপ্তাহে রুপোর দামও 3,756 টাকা কমেছে।

সর্বকালের রেকর্ড উচ্চতায় সোনা-রুপোর দর:গত 23 অক্টোবর, রুপো তার সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় কেজিতে 99,151 টাকার স্তর স্পর্শ করে ৷ গত 30 অক্টোবর সোনা তার সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে 79,681 টাকার স্তর ছুঁয়ে ফেলে ।

সোনার বর্তমান দাম:দেশের রাজধানী দিল্লিতে 22 ক্যারেটের 10 গ্রাম সোনার দাম 69,500 টাকা এবং 24 ক্যারেট সোনার দাম 75,800 টাকা । মুম্বই, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়ায় 22 ক্যারেটের 10 গ্রাম সোনার দাম 69,350 টাকা এবং 24 ক্যারেটের 10 গ্রাম সোনার দাম 75,650 টাকা হয়েছে ।

রুপোর বর্তমান দাম:রুপোর দামও সোনার মতোই নিম্নমুখী । তবে, গত দুই দিনে রুপোর দামেও কোনও পরিবর্তন হয়নি । বর্তমানে দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালুরু, মুম্বাই, পুনেতে প্রতি কেজি রুপোর দর 89,500 টাকা । পাশাপাশি, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এবং চেন্নাইয়ে প্রতি কেজি রুপোর দর 99,000 টাকা ।

আরও পড়ুন
ভারতে সোনার মজুদ বাড়ল 102 টন, রিজার্ভ ব্যাঙ্কের মোট 'Gold Reserve' 855 টনের
চিন্তা বাড়াচ্ছে সোনার গয়নায় নকল হলমার্ক ! জানুন 'খাঁটি' যাচাই করার উপায়

ABOUT THE AUTHOR

...view details