কলকাতা, 16 সেপ্টেম্বর: বর্তমানে ব্যাঙ্কে একটি সেভিংস অ্যাকাউন্ট প্রত্যেকের জন্য প্রয়োজনীয়। সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পেতে, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরি ৷ তাছাড়া, ডিজিটাল লেনদেনও করা যাবে না। ভারতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনও বিশেষ বিধিনিষেধ নেই। এই কারণে প্রত্যেক ব্যক্তির দুই বা তার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বা থাকতে পারে। আপনার টাকা সেভিংস অ্যাকাউন্টে সুরক্ষিত থাকে এবং সময়ে সময়ে ব্যাঙ্ক এই জমা করা টাকার উপর তার গ্রাহককে সুদও দেয়।
নিয়ম অনুযায়ী, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ছাড়া সমস্ত অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স (মিনিমাম ব্যালেন্স ) বজায় রাখা প্রয়োজন ৷ না হলে ব্যাঙ্ক আপনার কাছ থেকে জরিমানা নেবে। কিন্তু, সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যাবে, সে বিষয়ে কোনও সুনির্দিষ্ট সীমা নেই। কিন্তু, একটি নির্দিষ্ট সীমার চেয়ে বেশি টাকা জমা করতে গেলে ওই গ্রাহকের জমাকৃত অর্থ সম্পর্কে আয়কর দফতরকে জানাতে হয় ব্যাঙ্কের তরফে। কত টাকার বেশি সেভিংস অ্যাকাউন্টে জমা করলে আয়কর দফতর নোটিস পাঠাবে ? জেনে নিন...
সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা যাবে?
দেশের ব্যাঙ্কিং নিয়ম অনুযায়ী, আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে যে কোনও পরিমাণ অর্থ জমা রাখতেই পারেন। এর কোনও সীমা নেই। কিন্তু, যদি আপনার অ্যাকাউন্টে জমা করা নগদের পরিমাণ বেশি হয় এবং তা আয়করের আওতায় আসে, তাহলে আপনাকে সেই আয়ের উৎস জানাতে হবে। এছাড়া, ব্যাঙ্ক শাখায় গিয়ে নগদ জমা ও উত্তোলনেরও একটি নির্দিষ্ট সীমা রয়েছে। কিন্তু, চেক বা অনলাইনের মাধ্যমে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে 1 টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত জমা করতে পারেন।