নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি:অন্তর্বর্তী বাজেটে করকাঠামোর কোনও পরিবর্তন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি জানিয়েছেন, আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ এবং পরোক্ষ করের হারে কোনও পরিবর্তন করা হচ্ছে না ৷
নির্মলা সীতারামন এ দিন স্পষ্ট ঘোষণা করেছেন যে, কর ব্যবস্থায় কোনও পরিবর্তন হবে না । তিনি আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় করের জন্য একই হার বজায় রাখার প্রস্তাব করেছেন ৷
এ দিন করের কথা বলতে গিয়ে নির্মলা সীতারামন বলেন, "কর প্রস্তাবের ক্ষেত্রে, আগের সঙ্গে সঙ্গতি রেখে আমি কর সংক্রান্ত কোনও পরিবর্তন করার প্রস্তাব করছি না এবং আমদানি শুল্ক-সহ প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের জন্য একই করের হার বজায় রাখার প্রস্তাব করছি । সার্বভৌম সম্পদ বা পেনশন তহবিলের স্টার্ট-আপ এবং বিনিয়োগের জন্য কিছু কর সুবিধা এবং কিছু আইএফএসসি ইউনিটের নির্দিষ্ট আয়ের উপর কর ছাড় চলতি বছরের 31 মার্চ শেষ হচ্ছে ৷ করের ধারাবাহিকতা প্রদানের জন্য আমি সেই সময়সীমা 31.03.2025 তারিখ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করছি ৷"