পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

পিছিয়ে চিন, ভারতে আইফোনের উৎপাদন বেড়ে দ্বিগুণ - Apple iPhone

iPhone Production in India: চিনের উপর নির্ভরতা কমছে আমেরিকার কোম্পানি অ্যাপলের ৷ ভারতে গত আর্থিক বছরে দ্বিগুণ উৎপাদন বেড়েছে আইফোনের ৷ হিসেব বলছে, এখন সাতটির মধ্যে একটি ডিভাইস ভারত থেকে তৈরি করছে অ্যাপল ৷

Apple iPhone
Apple iPhone

By ANI

Published : Apr 10, 2024, 3:48 PM IST

নয়াদিল্লি, 10 এপ্রিল: উৎপাদের বিষয় চিনের থেকে ভারতের উপর বাড়তি আস্থা রাখছে আমেরিকা ৷ অ্যাপলের আইফোন উৎপাদনে শি জিনপিংয়ের দেশকে ছাপিয়ে গেল ভারত ৷ গত আর্থিক বছরে ভারতে 14 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের আইফোন তৈরি হয়েছে। উৎপাদনের হিসেবে আগের বছরের তুলনায় দ্বিগুণ ৷ এমনটাই বুধবার ব্লুমবার্গ নিউজ রিপোর্ট প্রকাশিত হয়েছে ।

ব্লুমবার্গ নিউজ রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল এখন 14 শতাংশ ( সংখ্যার বিচারে সাতটির মধ্যে একটি) ডিভাইস ভারত থেকে তৈরি করছে । ভারতে উৎপাদনে বাড়ায় অ্যাপলের আইফোন তৈরির ক্ষেত্রে চিনের উপর কোম্পানির দীর্ঘস্থায়ী নির্ভরতা হ্রাস করার প্রচেষ্টায় সফল হচ্ছে ৷ কারণ দুদেশের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়েছে । কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের পর ভারতে আইফোনের উৎপাদন সম্প্রতি বেড়েছে ।

2017 সালে অ্যাপল ভারতে আইফোন তৈরি শুরু করে । কেন্দ্রীয় সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) প্রকল্পটি অ্যাপল-সহ বেশ কয়েকটি গ্যাজেট নির্মাতা কোম্পানিকে দেশে ব্যবসা করতে আকৃষ্ট করে । 10 বছর আগে ভারতে খুব কম আইফোন উৎপাদন হতো । তবে অ্যাপল এখন ভারতে তার সর্বশেষ আইফোন সংস্করণটি তৈরি করছে । কেন্দ্রীয় সরকার অ্যাসেম্বলি, টেস্টিং, মার্কিং এবং প্যাকেজিং (এটিএমপি) ইউনিট-সহ দেশে মোবাইল ফোনের উৎপাদন বাড়াতে এবং নির্দিষ্ট ইলেকট্রনিক উপাদানগুলিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে পিএলআই স্কিমের মাধ্যমে কোম্পানিগুলিকে আকর্ষণ করেছিল ৷

এই প্রকল্পটি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ল্যান্ডস্কেপকে ব্যাপকভাবে উৎসাহিত করবে এবং ইলেকট্রনিক্স সেক্টরে বিশ্বস্তরে ভারতকে প্রতিষ্ঠিত করবে বলে আশা করা হচ্ছে । সরকার 14টি সেক্টরে পিএলআই স্কিম চালু করেছে, যা ভারতীয় নির্মাতাদের বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক করে তুলবে, বিনিয়োগ আকর্ষণ করবে, রফতানি বাড়াবে, ভারতকে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে একীভূত করবে এবং আমদানির উপর নির্ভরতা কমবে ।

আরও পড়ুন:

  1. বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে শীর্ষস্থান দখল অ্যাপলের, দ্বিতীয় স্যামসং
  2. ফোনে নজরদারি সতর্কবার্তার বিষয়ে অ্যাপলকে নোটিশ কেন্দ্রের
  3. যে কোনও সময় হ্যাক হতে পারে সাধের আইফোন! সাবধান হোন সাইবার বিশেষজ্ঞের পরামর্শে

ABOUT THE AUTHOR

...view details