হায়দরাবাদ, 28 জুন: শুক্রবার ভারতী এয়ারটেল তার মোবাইল শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেছে ৷ এয়ারটেলের নতুন মোবাইল শুল্ক আগামী 3 জুলাই থেকে কার্যকর হচ্ছে ৷ সংস্থার তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, 3 জুলাই থেকে ভারতী এয়ারটেলের মোবাইল ট্যারিফ 11 শতাংশ থেকে 21 শতাংশ পর্যন্ত বাড়ছে ৷ বৃহস্পতিবারই, রিলায়েন্স জিও তার মোবাইল শুল্ক 12 শতাংশ থেকে 27 শতাংশ পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করার একদিন পরেই ভারতী এয়ারটেলের মোবাইল শুল্ক বৃদ্ধির ঘোষণা সামনে এল ৷ আড়াই বছর পর মোবাইল ফোনের খরচ বাড়তে চলেছে এয়ারটেল গ্রাহকদের ৷
ভারতী এয়ারটেলের কোন প্ল্যানের খরচ কতটা বাড়ছে?
- আনলিমিটেড ভয়েস প্ল্যানে, এয়ারটেল শুল্ক 179 টাকা থেকে বেড়ে 199 টাকা হচ্ছে ৷
- আনলিমিটেড ভয়েস প্ল্যান 455 টাকা থেকে বেড়ে 599 টাকা হচ্ছে ৷
- 1,799 টাকার আনলিমিটেড ভয়েস প্ল্যান বেড়ে 1,999 টাকা হচ্ছে ।
- একই ভাবে, ডেইলি ডেটা প্ল্যানে 265 টাকার প্ল্যান এখন বেড়ে 299 টাকা হচ্ছে ৷
- 299 টাকার ডেইলি ডেটা প্ল্যানের খরচ এখন বেড়ে 349 টাকা হচ্ছে ৷
- 359 টাকার ডেইলি ডেটা প্ল্যানের খরচ বেড়ে 409 টাকা হচ্ছে ৷
- 399 টাকার ডেইলি ডেটা প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে 449 টাকা ৷
- একই ভাবে, 1 জিবি ডেটা অ্যাড অন প্ল্যানের দাম 19 টাকা থেকে বেড়ে 22 টাকা হচ্ছে ৷
- 2 জিবি ডেটা অ্যাড অন প্ল্যানের দাম 29 টাকা থেকে বেড়ে 33 টাকা হচ্ছে ৷
- 4 জিবি ডেটা অ্যাড অন প্ল্যানের দাম 65 টাকা থেকে বেড়ে 77 টাকা হচ্ছে ৷