পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

2 সন্তানকে নিয়ে ছাদ থেকে ঝাঁপ, মৃত মহিলা ও তাঁর কন্যা; আশংকাজনক অপর শিশু

নয়ডায় দুই কন্যাসন্তানকে নিয়ে ছাদ থেকে লাফ দিয়ে মৃত্যু হল এক মহিলার ৷ তাঁর এক কন্যারও প্রাণ গিয়েছে ৷ আর এক কন্যার অবস্থা আশংকাজনক ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 8:05 PM IST

নয়াদিল্লি/নয়ডা, 21 ফেব্রুয়ারি: দুই শিশুকে নিয়ে বাড়ির চার তলার ছাদ থেকে নীচে পড়ে মৃত্যু হল মায়ের ৷ তাঁর এক কন্যারও প্রাণ গিয়েছে ৷ আর এক কন্যা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ৷ জানা গিয়েছে, ওই শিশুটির অবস্থা আশংকাজনক । ওই মহিলা তাঁর সন্তানদের নিয়ে ঝাঁপ দিয়েছেন বলে অনুমান পুলিশের ৷ তবে তিনি পড়ে গিয়েছেন কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ ৷

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রাজধানী দিল্লি সংলগ্ন নয়ডার বড়ৌলা এলাকায় ৷ জানা গিয়েছে, মৃত মহিলার স্বামী একটি হাসপাতালের ক্যান্টিনে কাজ করেন । তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

নয়ডার সেক্টর 49 থানার বরৌলা এলাকায় ওই ব্যক্তি তাঁর স্ত্রী এবং তিন মেয়েকে নিয়ে প্রায় 3 বছর ধরে ভাড়াবাড়িতে বসবাস করতেন । বুধবার ওই ব্যক্তি তাঁর কাজে বেরিয়ে গেলে তাঁর বড় মেয়েও স্কুলে চলে যায় । স্ত্রী অপর দুই মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন । পুলিশের অনুমান, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই মহিলা বাড়ির চতুর্থ তলা থেকে প্রথমে দুই কন্যাসন্তানকে নীচে ছুড়ে ফেলেন ৷ তারপর সেই ছাদ থেকে নিজেও নীচে ঝাঁপ দেন ৷ এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় তিনজনকেই নয়ডার সেক্টর 41-এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । এই ঘটনার সময় ওই মহিলার 7 বছর বয়সি বড় মেয়েটি স্কুলে ছিল ৷

ডিসিপি নয়ডা বিদ্যা সাগর মিশ্র বলেছেন যে, আজ সেক্টর 49 থানায থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে যে, শিব মন্দিরের কাছে বড়ৌলা গ্রামে এক মহিলা তাঁর দুই মেয়ে-সহ বাড়ির ছাদ থেকে নীচে পড়ে যায় । খবর পেয়ে পুলিশ ওই মহিলা ও তাঁর দুই মেয়েকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে । তবে 32 বছর বয়সি ওই মহিলা এবং তাঁর 4 বছরের এক কন্যাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আর তাঁর তিন বছরের ছোট মেয়ের অবস্থা আশংকাজনক ৷ তার হাসপাতালে চিকিৎসা চলছে ।

বর্তমানে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে । মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে ৷ কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃত মহিলার স্বামীকে ৷

আরও পড়ুন:

  1. কোন্নগরে শিশু খুনে ধৃত মা ও তাঁর বান্ধবীর পুলিশি হেফাজত, দোষীর ফাঁসি চান বাবা
  2. আদিবাসী তরুণীকে অত্যাচারের অভিযোগে 'ক্লোজ' অভিযুক্ত ওসি
  3. স্বামীর সঙ্গে বিবাদ, 3 সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ মহিলার

ABOUT THE AUTHOR

...view details