পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাদায়ুতে অ্যাপার্টমেন্ট থেকে মহিলা বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ - মহিলা বিচারকের ঝুলন্ত দেহ

Woman Judge Found Dead: সকালে রেজিস্ট্রি অফিসের কাছে জাজেস কোয়ার্টারে তাঁর অ্যাপার্টমেন্টেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেন। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনজীবীও জড়ো হয়ে যান। ঘটনাস্থলে তদন্তের জন্য ফরেনসিক দলকেও ডাকা হয়।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 10:55 PM IST

বদায়ু, 3 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের বাদায়ু জেলায় এক মহিলা বিচারকের দেহ উদ্ধার হয়েছে ৷ তাঁর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। বিচারকের অ্যাপার্টমেন্টের ভিতরে থেকেই দেহ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে ৷ শনিবার ঘটনায় স্থানীয় প্রশাসনিক মহলে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, উত্তরপ্রদেশের লখনউ জেলার বাসিন্দা ওই মহিলা সিভিল জজ জুনিয়র ডিভিশনে কর্মরত ছিলেন। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিন সকালে রেজিস্ট্রি অফিসের কাছে জাজেস কোয়ার্টারে তাঁর অ্যাপার্টমেন্টেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বিচারকে। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেন। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনজীবীও জড়ো হয়ে যান। ঘটনাস্থলে তদন্তের জন্য ফরেনসিক দলকেও ডেকে পাঠানো হয়। তারা বেশ কিছুূ নমুনা সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে। সেই সমস্ত নমুনা পরীক্ষা করে কোন কোন নতুন তথ্য উঠে আসে সেটাই এখন দেখার।

সূত্রের খবর, নিহত সিভিল জজ জুনিয়র ডিভিশন অবিবাহিত এবং তাঁর অ্যাপার্টমেন্টে একাই থাকতেন। তাঁর রহস্যজনক মৃত্যু নিয়ে এখনও কয়েকটি প্রশ্নের উত্তর অবশ্য জানা যায়নি। পুলিশ ও ফরেনসিক দল মামলার তদন্ত করছে ৷ মহিলা বিচারকের মোবাইল ফোনও পুলিশ হেফাজতে নিয়েছে। স্থানীয় হাসপাতালে দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। জানা গিয়েছে, নিহতের আত্মীয়রা লখনউতে থাকেন ৷ তাঁদের ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। পুলিশি তদন্তের পর মৃত্যুর বিষয়ে বাকি বিস্তারিত জানা যাবে। জেলার আইনজীবীদের পক্ষ থেকে একটি শোক সভার আয়োজন করা হয়েছে ৷ এদিন সকল বিচারিককে কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আইনজীবীরা ৷

ABOUT THE AUTHOR

...view details