লুধিয়ানা, 24 জানুয়ারি:পারিবারিক বিবাদের জের ৷ কাঁচি দিয়ে গলা কেটে স্বামীকে খুন করার অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের লুধিয়ানায় ৷ এই ঘটনার সময় সেখানেই উপস্থিত ছিল দম্পতির 12 বছরের ছেলে ৷ তার সামনেই মহিলা স্বামীকে খুন করে বলে অভিযোগ ৷ অভিযুক্তের নাম সোনম ৷ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, মৃতের নাম গৌরব কুমার ৷ তিনি লুধিয়ানার বসন্ত নগর এলাকার বাসিন্দা । গৌরব বাড়ির নীচের তলায় একটি জামাকাপড়ের দোকান চালাতেন এবং বাড়ির উপরের তলায় দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন । তাঁর একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে ৷ ছেলেটির বয়স 12 বছর । মেয়ের বয়স মাত্র দেড় বছর ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্ত্রী সোনমের সঙ্গে প্রায়শই ঝগড়া লেগেই থাকত গৌরবের। মঙ্গলবার সকালেও গৌরব ও সোনমের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে ঝগড়া হয়। অভিযোগ, ঠিক তখন রাগের মাথায় সোনম গৌরবের দিকে একটি কাঁচি ছুড়ে মারেন ৷ সেই কাঁচিটি গৌরবের ঘাড়ের পিছনে গিয়ে লাগে এবং তাঁর গলা কেটে যায় ৷ রক্তাক্ত অবস্থায় স্থানীয় সিএমসি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে ।
এই ঘটনার ব্যাপারে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "আমরা সোনমকে গ্রেফতার করেছি । প্রায় 13 বছর আগে গৌরব ও সোনামের বিয়ে হয়েছিল । সোনমর দাবি, সে ইচ্ছাকৃতভাবে স্বামীকে আক্রমণ করেনি ৷ রাগের মাথায় কাঁচিটা ছোড়ে ৷ দুর্ঘটনাবশত কাঁচিটা গিয়ে গৌরবের গলায় লাগে ৷ এর ফলে তাঁর মৃত্যু হয় । ঘটনার সময় গৌরব ও সোনমের 12 বছরের ছেলে বাড়িতেই ছিল । পুলিশ তার বক্তব্য রেকর্ড করবে ৷ সোনমের বিরুদ্ধে মামলা দায়ের করে ব্যবস্থা নেওয়া হবে ।"
আরও পড়ুন:
- প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে নাবালিকার গলা কেটে খুনের চেষ্টা, পলাতক যুবকের খোঁজে পুলিশ
- বাংলার পরিযায়ী শ্রমিককে কেরলে গলা কেটে খুন, হত্যার পর দেহ পুঁতে দিল বন্ধুরা !
- স্ত্রী ও 2 সন্তানের গলা কেটে খুন করে আত্মঘাতী ব্যক্তি! সুইসাইড নোটে লেখা নৃশংসতার কারণ