পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লি এইমসে ভর্তি লালকৃষ্ণ আদবানি, 'স্থিতিশীল' জানালেন চিকিৎসকেরা - LK Advani Hospitalised - LK ADVANI HOSPITALISED

LK Advani admitted to AIIMS: দিল্লি এইমসে ভর্তি করানো হল লালকৃষ্ণ আদবানিকে ৷ কী অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন না-জানা গেলেও আপাতত স্থিতিশীল বর্ষীয়ান বিজেপি নেতা ৷ ইউরোলজি বিভাগের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷

LK ADVANI
লালকৃষ্ণ আদবানি (ফাইল ছবি)

By ANI

Published : Jun 27, 2024, 7:45 AM IST

নয়াদিল্লি, 27 জুন:অসুস্থ বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিকে ভর্তি করানো হল হাসপাতালে ৷ বৃহস্পতিবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করানো হয় দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে ৷ বার্ধক্যজনিত সমস্যা নিয়েই নবতিপর এই বিজেপি নেতা হাসপাতালে ভর্তি হয়েছেন মনে করা হলেও সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ তবে বিজেপি নেতা আপাতত স্থিতিশীল রয়েছেন এবং পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন এইমস-এর চিকিৎসকেরা ৷

চলতি বছর মার্চে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে 'ভারতরত্ন' সম্মানে ভূষিত করা হয় ৷ আদবানির শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে তাঁর বাসভবনে গিয়ে তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ 1927 সালের 8 নভেম্বর করাচিতে (অধুনা পাকিস্তান) জন্ম আদবানির সংসদীয় কেরিয়ার প্রায় তিন দশকের ৷ 1942 রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগদান করা আদবানি সর্বাধিক সময়কালের জন্য বিজেপির সভাপতিত্ব করেছেন তিনটি ধাপে ৷

দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পাশাপাশি 1999-2004 অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও সামলিয়েছেন আদবানি ৷ 2009 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থীও ছিলেন তিনি ৷ বৃহস্পতিবার ঠিক কী শারীরিক অসুস্থতা নিয়ে আদবানি হাসপাতালে ভর্তি হয়েছেন না জানা গেলেও বছর ছিয়ানব্বইয়ের রাজনীতিবিদ ইউরোজি বিভাগের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে বলে সূত্রের খবর ৷

চলতি বছর রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে প্রাথমিকভাবে আদবানির আমন্ত্রণ না-পাওয়া নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর ৷ পরে অবশ্য চাপে পড়ে মন্দির প্রতিষ্ঠার অন্যতম পুরোধা লালকৃষ্ণ আদবানিকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের তরফে ৷ যদিও বার্ধক্যজনিত কারণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি বর্ষীয়ান এই বিজেপি নেতা ৷

ABOUT THE AUTHOR

...view details