পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য 2237 কোটি টাকা ঘুষের প্রস্তাব ! আমেরিকায় অভিযুক্ত আদানি - BILLIONAIRE GAUTAM ADANI

গৌতম আদানির বিরুদ্ধে বিনিয়োগকারীদের প্রতারণা, ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনা লুকানোর অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷

GAUTAM ADANI
গৌতম আদানি অভিযুক্ত সাব্যস্ত (ফাইল চিত্র)

By AP (Associated Press)

Published : Nov 21, 2024, 9:40 AM IST

নিউইয়র্ক, 21 নভেম্বর: হিন্ডেনবার্গ রিপোর্টের পর ফের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে । ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের 2237 কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । ঘুষ-কাণ্ডে নাম জড়িয়েছে গৌতম আদানির ভাইপো সাগর আদানিরও ৷

জালিয়াতির একাধিক অভিযোগে বুধবার 62 বছরের গৌতম আদানিকে অভিযুক্ত করা হয়েছে । এই মামলায় আদানি গ্রিন এনার্জি লিমিটেড এবং অন্য একটি ফার্মের জন্য 12 গিগাওয়াট সৌরবিদ্যুৎ শক্তির বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের 265 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে । ভারতীয় টাকায় তার পরিমাণ 2200 কোটি টাকারও বেশি । গৌতম আদানির পাশাপাশি তাঁর ভাইপো সাগরও এই মামলায় অভিযুক্ত । একই সঙ্গে, বিভিন্ন তথ্য গোপন করে বিনিয়োগকারীদের প্রতারিত করা হয়েছে বলেও অভিযোগ তাঁর বিরুদ্ধে ।

রিপোর্ট অনুযায়ী, মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা এবং কর্মকর্তাদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ এনেছে।

সহকারি অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, "আদানি এবং তাঁর সহযোগীরা দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে মার্কিন বিনিয়োগকারীদের খরচে রাষ্ট্রীয় শক্তি সরবরাহের বড় চুক্তি পেতে চেয়েছিলেন।" মার্কিন অ্যাটর্নি ব্রিয়ান পিস জানান, অভিযুক্তরা একটি স্কিম সাজিয়েছিলেন ৷ তাঁর কথায়, "আমাদের আর্থিক বাজারের অখণ্ডতার মূল্যে নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করেছে।" ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি এবং দুই সহযোগীকে মার্কিন সিকিউরিটিজ আইনের প্রতারণাবিরোধী বিধান লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। দু'টি মামলাই ব্রুকলিনের ফেডারেল আদালতে দায়ের করা হয়েছিল।

আদানির সঙ্গেই এই মামলায় রয়েছেন তাঁর ভাগ্নে সাগর আদানি, যিনি আদানি গ্রিন এনার্জির বোর্ডের নির্বাহী পরিচালক এবং বিনীত জৈন, যিনি 2020 থেকে 2023 সাল পর্যন্ত কোম্পানির প্রধান নির্বাহী ছিলেন এবং বোর্ডের ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন। অনলাইন আদালতের রেকর্ডে এমন একজন আইনজীবীকে রাখা হয়নি, যিনি আদানির পক্ষে কথা বলতে পারেন। সাগর আদানির আইনজীবী শন হেকার অবশ্য কোনও মন্তব্য করতে চাননি ৷

ABOUT THE AUTHOR

...view details