পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রথম সন্দেহভাজন HMPV আক্রান্তের মৃত্যু ! ভুগছিলেন একাধিক স্বাস্থ্য সমস্যায় - SUSPECTED HMPV PATIENT DIED

বছর ষাটের ওই বৃদ্ধার যখন প্রথম HMPV পরীক্ষা করা হয়, তখন রিপোর্ট পজেটিভ আসে ৷ 3 দিন পরই অন্য ল্যাবের রিপোর্টে HMPV নেগেটিভ আসে ৷

SUSPECTED HMPV PATIENT DIED
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2025, 10:42 AM IST

লখনউ, 16 জানুয়ারি:লখনউয়ে প্রথম সন্দেহভাজন হিউম্যান মেটানিউমো ভাইরাসে (HMPV) আক্রান্ত বছর ষাটের বৃদ্ধার মৃত্যু হল ৷ তবে হাসপাতাল কর্তৃপক্ষের মতে, তাঁর একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল ৷ ওই বৃদ্ধা যক্ষ্মা, কিডনি সংক্রান্ত সমস্যা, উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যা-সহ আরও বেশকিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন।

মঙ্গলবার উত্তরপ্রদেশের লখনউয়ের বলরামপুর হাসপাতালে মৃত্যু হয়েছে ওই মহিলার, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে যে, 7 জানুয়ারি লখনউয়ের ওই মহিলার কানপুরের কাছে একটি বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষা হয় ৷ তাঁর এইচএমপিভি রিপোর্ট পজেডিভ আসে ৷ কিন্তু, 10 জানুয়ারি কেজিএমইউ ল্যাবে (কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) ফের পরীক্ষা করানো হলে তাঁর HMPV রিপোর্ট নেগেটিভ আসে ৷

জানা গিয়েছে, ওই মহিলাকে গত বছর 22 নভেম্বর বলরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। তখন তাঁর শরীরে কাশি-জ্বর-সহ বেশকিছু উপসর্গ ছিল ৷ ওই বৃ্দ্ধা HMPV আক্রান্ত কি না তা জানতে চিকিৎসকরা তাঁর নমুনা পরীক্ষা করেন ৷ তবে রিপোর্ট নেগেটিভ আসে ৷

2025-এর গত 7 জানুয়ারি তাঁর স্বাস্থ্যের ফের অবনতি হলে নমুনা পরীক্ষার জন্য কানপুরের একটি বেসরকারি প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়। সেই রিপোর্টে, মহিলার এইচএমপিভি পজেটিভ বলে উল্লেখ করা হয়। তারপর ওই মহিলাকে বলরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। এর পর 10 জানুয়ারি তাঁর নমুনা পরীক্ষার জন্য কেজিএমইউ ল্যাবে পাঠানো হলে রিপোর্ট নেগেটিভ আসে ৷ হাসপাতালে চিকিৎসক একে গুপ্তা ও চিকিৎসক বিষ্ণুর পর্যবেক্ষণে বছর ষাটের ওই বৃদ্ধার চিকিৎসা চলছিল ৷ সোমবার তাঁর অবস্থার অবনতি হতেই আইসিইউতে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার রাতে তিনি মারা যান ৷

বলরামপুর হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট হিমাংশু চতুর্বেদী বৃহস্পতিবার জানিয়েছেন, ওই মহিলার HMPV পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতালের সুপার বলেন, "তিনি যক্ষ্মা, কিডনি সংক্রান্ত রোগ, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের সমস্যা-সহ আরও বেশ কয়েকটি শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবার তাঁর অবস্থার অবনতি হয়, যার ফলে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা চলাকালীন, তাঁর শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় ৷ মঙ্গলবার রাতেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।"

  • আক্রান্ত বেড়ে 4, বেঙ্গালুরুর পর আমেদাবাদ-কলকাতায় শিশুর শরীরে হানা HMPV ভাইরাসের

ABOUT THE AUTHOR

...view details