সম্ভল, 3 ডিসেম্বর: জামা মসজিদের এলাকায় তল্লাশি অভিযানে মিলল পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি 9 এমএম-এর একটি গুলি এবং একটি কার্তুজ ৷ এছাড়া 12 বোরের 2টি এবং 32 বোরের 2টি খালি কার্জুত পাওয়া গিয়েছে ৷ এখনও তল্লাশি অভিযান চলছে উত্তরপ্রদেশের সম্ভলের মসজিদ এলাকায় ৷
এই প্রসঙ্গে সম্ভলের এসপি কেকে বিশনোই বলেন, "যে জায়গা থেকে একটি দেহ উদ্ধার হয়, সেখানে ফরেন্সিক দল এবং পুরনিগমের একটি দল আজ ফায়ার্ড কেস POF 9mm 68-26, একটি এফএন স্টার কেস পেয়েছে ৷ তাতে স্ট্রাইকার পিন আছে, পিনটি আমেরিকায় তৈরি ৷" তিনি আরও বলেন, "12 এমএম বোর কার্তুজ পাওয়া গিয়েছে, যা পুলিশের নয় ৷ সবমিলিয়ে 6টি ফায়ার কার্তুজ মিলেছে ৷ আগামিকালও তল্লাশি হবে ৷"
পুলিশের উচ্চপদস্থ কর্তা জানান, ঘটনার দিনের ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে ৷ সম্ভলের বিষয়টি একটি সংবেদনশালী ব্যাপার ৷ এই প্রসঙ্গ উল্লেখ করে এসপি কেকে বিশনোই বলেন, "সব জনপ্রতিনিধিদেরই অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন 10 ডিসেম্বর পর্যন্ত সম্ভলে না আসেন ৷" বিরোধী দলনেতা রাহুল গান্ধির আগামিকাল, 4 ডিসেম্বর সম্ভল সফরে আসার কথা ছিল ৷ কংগ্রেস সূত্রে খবর, তিনি ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন ৷
এনিয়ে এসপি কেকে বিশনোই বলেন, "তাঁকে এই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে যে, সম্ভলে এখন বিএনএস-এর 138 ধারা কার্যকর রয়েছে ৷ আশা করি, তাঁরা এখানে শান্তি বজায় রাখতে সহযোগিতা করবেন ৷" তিনি আরও জানান, সম্ভলে হিংসার ঘটনার তদন্তে দু'টি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে ৷
এদিন তদন্তকারী দলের আধিকারিকরা শাহি মসজিদের পিছন দিকে সংঘর্ষের জায়গায় তল্লাশি চালায় ৷ পুরনিগমের কর্মীদের ডেকে নিকাশি নালা পরিষ্কার করা হয় ৷ এরপরেই 9এমএম গুলি এবং খালি কার্তুজগুলি দেখতে পান তদন্তকারীরা ৷ এসপি জানান যে, পুলিশ এই কার্তুজ ব্যবহার করে না ৷ এগুলি পাকিস্তানের অস্ত্র কারখানায় তৈরি ৷ এ বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হবে ৷ অন্ধকার হয়ে যাওয়ার আগামিকাল ফের তল্লাশি হবে বলে জানিয়েছেন পুলিশকর্তা ৷
এদিকে মঙ্গলবার লোকসভায় সম্ভলের সংঘর্ষের ঘটনাকে বিজেপির সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে উল্লেখ করেন এসপি প্রধান অখিলেশ যাদব ৷ দেশজুড়ে বিজেপি এবং তার সহযোগীরা যে খোঁড়াখুঁড়ি চালাচ্ছে, তা সাম্প্রদায়িক সম্প্রীতি শেষ হয়ে যাওয়ার পথে ৷
24 নভেম্বর সকালে উত্তরপ্রদেশের সম্ভল জেলায় জামা মসজিদে সমীক্ষা চালাতে গিয়েছিলেন কর্মীরা ৷ তখন তাতে বাধা দেয় স্থানীয়রা ৷ এই ঘটনাকে ঘিরে অশান্ত হয়ে ওঠে এলাকা ৷ পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে মৃত্যু হয় 5 জনের ৷ এই সংঘর্ষের জন্য এসপি সাংসদ অখিলেশ যাদব স্থানীয় পুলিশ এবং প্রশাসনকেই দায়ী করেন ৷ তাঁর অভিযোগ, পুলিশকর্মীরা সরকারি এবং ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়েছেন ৷ 5 জন নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে ৷ অনেকে জখম হয়েছে ৷
সংসদের নিম্নকক্ষে ওই অভিযুক্ত পুলিশ কর্মীদের সাসপেনশন দাবি করেন কনৌজের সাংসদ অখিলেশ যাদব ৷ তাঁদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করার দাবিও তোলেন তিনি ৷ অখিলেশের বক্তৃতার মাঝে ট্রেজারি বেঞ্চ থেকে নানারকম মন্তব্য ভেসে আসতে থাকে ৷ কিন্তু তার মধ্যেও সম্ভল নিয়ে বলতে থাকেন এসপি সাংসদ ৷ তিনি আরও জানান, এর নেপথ্যে বিজেপির অন্দরের রাজনীতি রয়েছে ৷ এটা দিল্লি ও লখনউয়ের মধ্যের লড়াই ৷
তিনি যখন লোকসভায় সম্ভল নিয়ে বক্তৃতা করছেন, সেই সময় তাঁর কাকা রাম গোপাল যাদব রাজ্যসভায় একই বিষয়ে সরব হন ৷ কিন্তু তাঁর বক্তব্য শেষ হওয়ার আগেই তাঁকে থামিয়ে দেন চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷