হুবলি (কর্ণাটক), 10 মে: ‘শেয়ার অফ রিলিজিয়াস: একটি ক্রস-কান্ট্রি অ্যানালিসিস'-এর রিপোর্টে ভয়ঙ্কর ছবি সামনে এসেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ এই নিয়ে শুক্রবার তিনি জানান, এই নিয়ে সরকারকে পদক্ষেপ করতে হবে ৷ তবে এই রিপোর্ট তিনি নিজে পড়ে দেখেননি বলে জানিয়েছেন মোদি সরকারের এই মন্ত্রী ৷ তাঁর বক্তব্য, তিনি সংবাদমাধ্যম থেকে এই রিপোর্ট সম্পর্কে জেনেছেন ৷
তিনি জানিয়েছেন, জনসংখ্যার পরিবর্তন নিয়ে একটি প্রতিবেদন এসেছে । সমাজ ও সরকারকে গুরুত্ব সহকারে বিষয়টি দেখতে হবে । সমস্ত সংবাদমাধ্যম যেহেতু বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশিত করেছে বিষয়টি, তাই এটিকে ব্যতিক্রম বলে উড়িয়ে দেওয়া যাবে না ৷ একই সঙ্গে তিনি জানান, এর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ তবে এই নিয়ে বিস্তারিত সমীক্ষার প্রয়োজন রয়েছে ৷
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক একটি রিপোর্টে জানানো হয়েছে, 1950 থেকে 2015 সালের মধ্যে দেশের মোট জনসংখ্যাতে হিন্দুদের অংশ 7.82 শতাংশ কমেছে, যেখানে মুসলমানদের সংখ্যা 43.15 শতাংশ বেড়েছে ৷ এই পরিসংখ্যানকে বৈচিত্র্য পালন করার জন্য একটি অনুকূল পরিবেশের পরামর্শ দেয় বলে সেখানে জানানো হয় ৷