পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হবে 3 কোটি বাড়ি, গ্রামোন্নয়নে 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ বাজেটে - Budget 2024 - BUDGET 2024

Union Budget 2024-25: কেন্দ্রীয় বাজেটে গ্রামোন্নয়নে 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তিন কোটি অতিরিক্ত বাড়ি তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি ।

ETV BHARAT
গ্রামোন্নয়নে 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ বাজেটে (ছবি: সংসদ টিভি)

By PTI

Published : Jul 23, 2024, 12:50 PM IST

Updated : Jul 23, 2024, 1:36 PM IST

নয়াদিল্লি, 22 জুলাই:গ্রামীণপরিকাঠামো উন্নয়ন-সহ গ্রামীণ উন্নয়নে কেন্দ্রীয় বাজেটে 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার লোকসভায় বাজেট পেশের সময় তিনি জানান যে, গ্রামীণ এবং শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আরও তিন কোটি অতিরিক্ত বাড়ি তৈরি করা হবে ।

আজ লোকসভায় 2024-25-এর কেন্দ্রীয় বাজেট পেশ করে নির্মলা সীতারামন বলেন যে, "এই বছর আমি গ্রামীণ পরিকাঠামো-সহ গ্রামোন্নয়নের জন্য 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি ৷"

তিনি 25,000 গ্রামীণ বাসস্থানে অল-ওয়েদার সংযোগ প্রদানের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ ফেজ চালু করার কথাও ঘোষণা করেছেন । সীতারামন বলেন, "25,000 গ্রামীণ বাসস্থানে অল-ওয়েদার কানেক্টিভিটি প্রদানের জন্য পিএমজিএসওয়াই-এর চতুর্থ পর্যায়টি চালু করা হবে ৷ জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে এই বাসস্থানগুলি এই সুবিধে পাওয়ার যোগ্য হয়ে উঠেছে ৷"

গত লোকসভা নির্বাচনে কৃষকের দুর্দশা এবং অন্যান্য গ্রামীণ সমস্যা বিজেপির 400 পারের উচ্চাকাঙ্ক্ষা ম্লান হয়ে যাওয়ার অন্যতম কারণ বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷ তাই এবারের কেন্দ্রীয় বাজেটে বিজেপি এই দিকটায় বিশেষ জোর দেবে বলে পূর্বাভাসেই বলেছিলেন বিশেষজ্ঞরা ৷ তার উপর চলতি বছরেই অক্টোবর মাসের মধ্যে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং জম্মু ও কাশ্মীরে রয়েছে বিধানসভা নির্বাচন । ফলে প্রত্যাশামতোই গ্রামোন্নয়নে বিশেষ নজর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷

উল্লেখ্য, এই নিয়ে টানা সপ্তমবার কেন্দ্রীয় বাজেট পেশ করে নয়া নজির গড়েছেন তিনি ৷ লোকসভা নির্বাচনে জয়ের পর মঙ্গলবার লোকসভায় এই পূর্ণাঙ্গ বাজেট পেশ করল তৃতীয় নরেন্দ্র মোদি সরকার ৷

Last Updated : Jul 23, 2024, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details