পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টিকিট পরীক্ষকের পদে আবেদনের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল - Railway TTE Recruitment 2024 - RAILWAY TTE RECRUITMENT 2024

Railway TTE Recruitment 2024: ভারতীয় রেলের নিয়োগের জন্য এবার বিজ্ঞপ্তি জারি করা হল ৷ শনিবার ভারতীয় রেলের ট্রাভেলিং টিকিট এগজামিনার বিভাগের তরফে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৷ যেখানে 6 হাজারের বেশি টিকিট চেকারের পদে নিয়োগ করা হবে ৷

ETV BHARAT
টিকিট পরীক্ষকের পদে আবেদনের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল ৷ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 5:57 PM IST

নয়াদিল্লি, 29 জুন: ভারতীয় রেলে টিকিট পরীক্ষকের পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল ৷ আজ ভারতীয় রেলের ট্রাভেলিং টিকিট এক্সামিনার ডিপার্টমেন্ট এই বিজ্ঞপ্তি জারি করেছে ৷ তবে, চাকরির আবেদনের ফর্ম এখনও ওয়েবসাইটে ছাড়া হয়নি ৷ ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, 6 হাজার 100টি খালি পদে নিয়োগের ছাড়পত্র এসে গিয়েছে ৷ দ্রুত আবেদনপত্র অনলাইনে ছাড়া হবে ৷ যা ভারতীয় রেলের ট্রাভেলিং টিকিট এক্সামিনার ডিপার্টমেন্টের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে ৷

চাকরির আবেদনপত্র পূরণ করার আগে রেলের ওয়েবসাইটে দেওয়া বিস্তারিত তথ্যগুলি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ যাঁরা দীর্ঘদিন ধরে ভারতীয় রেলে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁদের জন্য এটা সুবর্ণ সুযোগ ৷ উল্লেখ্য, http://irctc.co.in/ , এই ওয়েবসাইটে আবেদনপত্র এবং সেই সংক্রান্ত সব জরুরি তথ্য দেওয়া হবে রেলের তরফে ৷ তবে, কবে থেকে আবেদনপত্র পোর্টালে পাওয়া যাবে ? আবেদনের শেষ তারিখ কবে ? তা এখনও জানানো হয়নি ৷

কারা এই টিকিট পরীক্ষকের চাকরির জন্য আবেদন করতে পারবেন ? তা জানিয়েছে ভারতীয় রেল ৷ জানান হয়েছে, ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত টিকিট পরীক্ষকের চাকরির জন্য আবেদন করা যাবে ৷ তবে, সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে, ক্যাটাগরি অনুযায়ী ৷ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম স্নাতকের ডিগ্রি থাকতে হবে ৷ তা ভারতের যে কোনও বৈধ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হলেই হবে ৷ বিস্তারিত তথ্য http://irctc.co.in/ সাইটে দেওয়া হয়েছে ৷

রেলের টিকিট পরীক্ষকের চাকরির আবেদনপত্র জমা করতে 850 টাকা প্রত্যেক আবেদনকারীকে জমা দিতে হবে ৷ তবে, তা জেনারেল ও ওবিসি ক্যাটাগরির জন্য ৷ যাঁদের কাছে তফসিলি জাতি ও উপজাতি সংশাপত্র আছে, তাঁদের আবেদনের ক্ষেত্রে 125 টাকা জমা দিতে হবে ৷ টাকা জমা দেওয়া যাবে নেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং ইউপিআই ওয়ালেটের মাধ্যমে ৷

ABOUT THE AUTHOR

...view details