নয়াদিল্লি, 29 জুন: ভারতীয় রেলে টিকিট পরীক্ষকের পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল ৷ আজ ভারতীয় রেলের ট্রাভেলিং টিকিট এক্সামিনার ডিপার্টমেন্ট এই বিজ্ঞপ্তি জারি করেছে ৷ তবে, চাকরির আবেদনের ফর্ম এখনও ওয়েবসাইটে ছাড়া হয়নি ৷ ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, 6 হাজার 100টি খালি পদে নিয়োগের ছাড়পত্র এসে গিয়েছে ৷ দ্রুত আবেদনপত্র অনলাইনে ছাড়া হবে ৷ যা ভারতীয় রেলের ট্রাভেলিং টিকিট এক্সামিনার ডিপার্টমেন্টের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে ৷
চাকরির আবেদনপত্র পূরণ করার আগে রেলের ওয়েবসাইটে দেওয়া বিস্তারিত তথ্যগুলি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ যাঁরা দীর্ঘদিন ধরে ভারতীয় রেলে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁদের জন্য এটা সুবর্ণ সুযোগ ৷ উল্লেখ্য, http://irctc.co.in/ , এই ওয়েবসাইটে আবেদনপত্র এবং সেই সংক্রান্ত সব জরুরি তথ্য দেওয়া হবে রেলের তরফে ৷ তবে, কবে থেকে আবেদনপত্র পোর্টালে পাওয়া যাবে ? আবেদনের শেষ তারিখ কবে ? তা এখনও জানানো হয়নি ৷