পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বালাসোর দুর্ঘটনার বর্ষপূর্তিতে পঞ্জাবে রেল দুর্ঘটনা, আহত 2 লোকো পাইলট - Train Accident in Punjab

Train Accident In Punjab : পঞ্জাবে দুটি পণ্যবাহী ট্রেনের ধাক্কা ৷ পাশের ট্র্যাকের চলন্ত ট্রেনের উপরে উঠে গেল একটি ট্রেনের ইঞ্জিন ৷ দুর্ঘটনায় দুই লোকো পাইলট আহত ৷

Train Accident In Punjab
ভয়াবহ রেল দুর্ঘটনা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 2, 2024, 9:43 PM IST

চণ্ডীগড়, 2 জুন: বালাসোরের ঘটনার বর্ষপূর্তিতে চণ্ডীগড় সাক্ষী থাকল রেল দুর্ঘটনার ৷ দু'টি মালগাড়ির সংঘর্ষে সঙ্গে একটির ইঞ্জিন উলটে গিয়ে ধাক্কা মারল পাশের ট্রেনে একটি প্যাসেঞ্জার ট্রেনে ৷ রবিবার ভোর 4টেয় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে পঞ্জাবের ফতেহগড় সাহিব স্টেশনে ৷ ঘটনায় গুরুতর আহত দুই ট্রেনের চালক ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁদের স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁদের পাতিয়ালার রাজেন্দ্র হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেন ৷

সূত্রের খবর, রোপার যাওয়ার জন্য নিউ সিরহিন্দ স্টেশনে দাঁড়িয়ে ছিল কয়লা বোঝাই এক মালগাড়ি ৷ পিছন থেকে আর একটি কয়লা বোঝাই মালগাড়ি একই লাইনে চলে আসায় ঘটে বিপত্তি ৷ ধাক্কা লাগার কারণে একটি মালগাড়ির ইঞ্জিন উলটে যায় ৷ সেইসময় পাশের লাইনে অম্বালা থেকে লুধিয়ানা যাচ্ছিল কলকাতা-জম্মুগামী বিশেষ গ্রীষ্মকালীন ট্রেন ৷ ধাক্কার পর এক মালগাড়ির ইঞ্জিন গিয়ে পড়ে সেই ট্রেনের উপর ৷ প্যাসেঞ্জার ট্রেনটির গতি কম থাকায় এদিন বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷

তবে প্যাসেঞ্জার ট্রেনটি আংশিক ক্ষতি হয় । পাশাপাশি দুর্ঘটনার পর ট্র্যাকের অবস্থাও বেহাল। দুর্ঘটনার পর দ্বিতীয় ইঞ্জিন বসিয়ে যাত্রীবাহী ট্রেনটিকে রাজপুরায় পাঠানো হয়। সময় নষ্ট না-করে ট্র্যাক সংস্কারের কাজও শুরু করে রেল কর্তৃপক্ষ । দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে যান রেলের কর্মীরা । তাঁরা ইঞ্জিনের জানালা ভেঙে ভেতরে আটকে পড়া লোকো পাইলটদের উদ্ধার করেন । সেখান থেকে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

সিরহিন্দ জিআরপি থানার ইনচার্জ রতন লাল জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন তিনি ৷ তিনি বলেন, "যাত্রীবাহী ট্রেনটি অম্বালার দিকে আসছিল এবং সিরহিন্দ স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় দুর্ঘটনাটি ঘটে । কীভাবে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করা হচ্ছে ।" শ্রী ফতেহগড় সাহিব সিভিল হাসপাতালের চিকিৎসক আরউইন প্রীত কৌর জানান, ট্রেন দুর্ঘটনার পর দুই লোকো পাইলটকে হাসপাতালে আনা হয় । আহত চালকরা হলেন, উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা বিকাশ কুমার এবং হিমাংশু কুমার । বিকাশের মাথায় এবং হিমাংশুর পিঠে আঘাত লেগেছে । প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই পাতিয়ালায় রেফার করা হয়েছে বলে জানান তিনি । এদিকে দুর্ঘটনার পর সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ৷ ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details