পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শাবকদের বাঁচাতে গিয়ে নীলগাইয়ের হামলার মুখে, মর্মান্তিক মৃত্যু নৌবাহিনীর তরুণ নাবিকের - Nilgai kills Navy Sailor

Navy Sailor killed by Nilgai: জামনগরে নিযুক্ত ভারতীয় নৌবাহিনীর তরুণ নাবিকের মৃত্যু হল নীলগাইয়ের হামলায় ৷ বৃহস্পতিবার কর্ণাটকের কোলার রুদ্রভূমিতে 22 বছর বয়সি হর্ষিত প্রসন্নের শেষকৃত্য সম্পন্ন হয় ।

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 7:57 PM IST

কোলার (কর্ণাটক), 14 মার্চ: মর্মান্তিক মৃত্যু হল নৌবাহিনীর তরুণ এক নাবিকের ৷ গুজরাতের জামনগরে নীলগাইয়ের (এশিয়ার বৃহত্তম হরিণ) হামলায় প্রাণ গিয়েছে 22 বছরের হর্ষিত প্রসন্নের ৷ তিনি কর্ণাটকের কোলারের বাসিন্দা ছিলেন ৷ জানা গিয়েছে, ওই নীলগাইয়ের শাবকদের প্লাস্টিক খাওয়া থেকে বাঁচাতে গিয়েছিলেন হর্ষিত ৷ তখনই তিনি নীলগাইয়ের হামলার মুখে পড়েন ৷

সূত্র জানিয়েছে যে, একটি নীলগাইয়ের শাবকেরা প্লাস্টিক খাচ্ছিল ৷ তাদের প্লাস্টিক খাওয়া আটকাতে চেয়েছিলেন হর্ষিত ৷ সে জন্যই নীলগাইয়ের শাবকগুলিকে ধরে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি । সেই সময় শাবকদের তিনি নিয়ে যাচ্ছেন দেখে একটি বিশাল নীলগাই পেছন থেকে আক্রমণ করে প্রসন্নকে ৷ মাত্র 10 মিনিটের মধ্যে তাঁকে শেষ করে ফেলে সেই নীলগাই ৷

শোকে ভেঙে পড়ে পরিবার

প্রসন্ন 2019 সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন এবং গত চার বছর ধরে নাবিক হিসেবে তিনি কাজ করছিলেন । বর্তমানে তিনি গুজরাতের জামনগরে কর্তব্যরত ছিলেন ৷ বৃহস্পতিবার কোলারের রুদ্রভূমিতে তাঁর বাসভবনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রসন্নের শেষকৃত্য সম্পন্ন হয় । প্রসন্নর অকালপ্রয়াণে শোকে ভেঙে পড়েছে তার পরিবার ৷

গত বছর গুজরাতের ভাদোদরায় একটি নীলগাইয়ের সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছিল ৷ এবং পাঁচজন আহত হন । সুরসামাল গ্রামের কাছে একটি নীলগাইয়ের ধাক্কায় অটোরিকশাটি খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে ।

ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানিয়েছে এলাকাবাসী ।

আরও পড়ুন:

  1. মানসিক অবসাদ ! ধানবাদে আত্মঘাতী সিআইএসএফ জওয়ান
  2. ভারত-মায়ানমার সীমান্তে সঙ্গীদের গুলি করল অসম রাইফেলসের জওয়ান, জখম 6
  3. ছত্তিশগড়ে পুলিশের-মাওবাদী সংঘর্ষে প্রাণ গেল 6 মাসের শিশুর, আহত মা-সহ দুই জওয়ান

ABOUT THE AUTHOR

...view details