নয়াদিল্লি, 17 মে: এশিয়ার স্থলভাগ ও সমুদ্রে নতুন করে উত্তেজনা প্রত্যক্ষ করা যাচ্ছে ৷ কারণ বিভিন্ন চুক্তিকে অসম্মান করা হয়েছে এবং আইনের শাসনকে উপেক্ষা করা হয়েছে ৷ তার ফলে যেই এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে লালন করেছে, সেই এলাকাগুলিকে এ বার সেই সন্ত্রাসবাদই গ্রাস করতে শুরু করেছে ৷ শুক্রবার এ কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ পূর্ব লাদাখে সীমান্ত বরাবর চিনের সেনাবাহিনী তাদের অবস্থান অব্যাহত রেখে চলায় এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী কার্যকলাপে পাকিস্তান সমর্থন করে চলার মাঝেই বিদেশমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।
সিআইই আয়োজিত একটি ইভেন্টে বক্তব্য রাখতে গিয়ে জয়শংকর মুদ্রার শক্তি এবং বিশ্ব কূটনীতিতে 'নিষেধাজ্ঞার হুমকি' কীভাবে প্রভাব ফেলছে সে সম্পর্কেও নিজের মত জানান ৷ প্রসঙ্গত, সম্প্রতি ভারত ও ইরান চাবাহার বন্দর নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে । তার পরই মার্কিন যুক্তরাষ্ট্র শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছে ৷ তারই প্রেক্ষিতে জয়শংকরের এই মন্তব্য বলে মত বিশেষজ্ঞদের ৷
জয়শংকর ভূ-রাজনৈতিক উত্তেজনা, নিষেধাজ্ঞা, লোহিত সাগরে ড্রোন হামলার ঘটনা এবং জলবায়ু সংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ায় হিংসা বৃদ্ধি এবং রসদ সরবরাহের বিঘ্নের পরিণতি সম্পর্কে বিস্তৃতভাবে বর্ণনা করেছেন । কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, "জ্বালানি, খাদ্য ও সারের 3এফ সংকটের সম্মুখীন হচ্ছে বিশ্ব ৷ এশিয়ায়, চুক্তিগুলিকে অসম্মান করা এবং আইনের শাসনকে উপেক্ষা করায় স্থল ও সমুদ্রে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ৷" তাঁর কথায়, "সন্ত্রাসবাদ এবং চরমপন্থা তাদের গ্রাস করতে শুরু করেছে যারা দীর্ঘদিন ধরে এটি অনুশীলন করেছে । বিভিন্ন উপায়ে, আমরা আসলে নিখুঁত ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷"